জাকারিয়া জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি: [২] পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার রাবনাবাদ মোহনা সংলগ্ন আশাখালী পয়েন্টে শাওন শেখ (১৭) নামে এক জেলে নিখোঁজ হয়েছে। বহস্পতিবার (১৩ই আগস্ট ) বেলা ১১ টার সময় এ দুর্ঘটনা ঘটেছে।
[৩] ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুস দালাল জানান, শাওন শেখ ধুলাসার ইউনিয়নের জাকির বিশ্বাসের ট্রলারে জেলে হিসেবে কাজ করতো। রাবনাবাদ মোহনার আশাখালী পয়েন্টের দক্ষিণ পাড়ে জাকির বিশ্বাসের ট্রলারটি নোঙর করা ছিলো। হঠাৎ বাতাসে এ ট্রলারটির নোঙর ছুটে যায়। এটা দেখে শাওন ট্রলার থেকে নদীতে নেমে দড়ি টেনে নিজেদের ট্রলারটি পাড়ে আনার চেষ্টা করছিলো।
[৪] এ সময় ইলিশ বোঝাই অপর একটি ট্রলার ওই স্থান থেকে দ্রুত চালিয়ে যাচ্ছিল। এ ট্রলারটির পাখার সাথে জাকির বিশ্বাসের ট্রলারের দড়ি আটকে যায়। শাওন ওই দড়ির সাথে পেঁচিয়ে ডুবে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।
[৫] স্থানীয়রা জানান, যে ট্রলারটি ওই স্থান থেকে দ্রুত চালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে, তার মালিক মো. জামাল হোসেনসহ সাতজন। স্থানীয়রা অপর একটি ট্রলার নিয়ে চালিয়ে গিয়ে এ ট্রলারটিকে আটক করে পুলিশে খবর দেয়।
[৬] শাওন শেখের বাড়ি ফরিদপুর জেলার আগ্রা ইউনিয়নের মিরকান্দি গ্রামের ৯ নং ওয়ার্ডে। তাঁর বাবার নাম মো. জাফর শেখ।
[৭] মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, 'আমরা খবর পেয়েছি। উপ-পরিদর্শক সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী