শিরোনাম
◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর ◈ আমি নিশ্চিত ‘ঢাকার কসাই’ আসাদুজ্জামান খান কামালকে অতিশীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে : প্রেস সচিব 

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাসিরনগরে দাদা-নাতির মৃত্যু নিয়ে বক্তব্য পাল্টালো থানার সেকেন্ড অফিসার

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দাদা-নাতির মৃত্যু নিয়ে বক্তব্য পাল্টাল পুলিশ। সোমবার সকালে দুইটি মরদেহ পাওয়ার পর নাসিরনগর থানার সেকেন্ড অফিসার জুলুস খান পাঠান সাংবাদিকদের জানিয়েছিলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলা ভলাকুটের খাগালিয়া গ্রাম থেকে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] মৃত্যুবরণকারিরা হলেন ওই এলাকার সাবেক ইউপি সদস্য কফিল উদ্দিন (৭০) ও কফিল উদ্দিনের ছেলে ইকবালের ছেলে বায়েজিদ (১১)।

[৪] সোমবার দুপুরে নাসিরনগর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুলুস খান পাঠান তার পূর্বের বক্তব্য থেকে সরে এসে জানান, সাবেক ইউপি সদস্য কফিল উদ্দিনের ছেলের সন্তান বায়েজিদ রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলো। ধারণা করা হচ্ছে, সোমবার সকালে স্থানীয় বাজারে কফিল উদ্দিন নিজের দোকানের পাশে একটি ডোবায় তার নাতি বায়েজিদের মরদেহ দেখতে পান। নাতিকে এই অবস্থায় দেখে দাদা কফিল উদ্দিন ঘটনাস্থলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।

[৫] তিনি আরও বলেন, সকালে দেওয়া তথ্যটি ভুল হওয়ায় আন্তরিক ভাবে দুঃখিত। এই ঘটনায় পরিবার থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়