শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশ ছাড়ার পর আরব আমিরাত গেলেন স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস

আসিফুজ্জামান পৃথিল: [২] তার শাসনামলে হওয়া দুর্নীতির তদন্ত শুরুর পরই দেশ ছাড়েন হুয়ান কার্লোস। তার আবুধাবিতে অবতরণের ছবি প্রকাশ করেছে স্প্যানিশ মিডিয়া গ্রুপ এনআইইউএস। সোমবার দেশ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন স্পেনের সাবেক রাজা। তবে তিনি কোথায় গেছেন তা তখনই জানা যায়নি। বিবিসি।

[৩] তবে কার্লোসের দাবি, তিনি কোনও অপরাধ করেননি। আর যদি প্রসিকিউটাররা প্রয়োজনবোধ করেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে অবশ্যই পাওয়া যাবে। তার স্পেন ত্যাগ করায় বড় ধরণের সমালোচনার মুখে পড়েছে পুরো রাজপরিবারই। এনআইএইচএস

[৪] স্থানীয় গণমাধ্যমগুলো বলছিলো, তিনি ক্যারিবিয়ান অঞ্চলের ডমিনিকান রিপাবলিক বা প্রতিবেশি পর্তুগালে আছেন। তবে সর্বশেষ প্রতিবেদন বলছে তিনি আবুধাবির ৫ তারকা এমিরাতস প্যালেস হোটেলে অবস্থান করছেন। তাকে আশ্রয় দিয়েছেন আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।

[৫] তবে কার্লোসের অবস্থানের ব্যাপারে মুখ খোলেনি স্প্যানিশ রাজপরিবার ও দেশটির সরকার। কোনও মন্তব্য করেনি আবুধাবি সরকারও।

[৬] ২০১৪ সালে সিংহাসন ত্যাগ করেন ৪০ বছর স্পেনকে শাসন করা কার্লোস। তার স্থলে ক্ষমতায বসেন পুত্র ফিলিপ। স্পেনের অর্থনৈতিক সঙ্কটের সময় হওয়া দূর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু হবার পরেই সিংহাসন ত্যাগ করেন তিনি। স্পেনে রাজারা ক্ষমতায় থাকলে ইনডেমনিটি পান। তাদের বিরুদ্ধে তদন্ত করা যায না। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়