লালমনিরহাট প্রতিনিধিঃ [২] জেলার সদর উপজেলায় বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে এসে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে হাফিজা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।
[৩] বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি বাঘডোরা এলাকায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় হাফিজা।
[৪] ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয় লোকজন কয়েক ঘণ্টা চেষ্টা করেও ওই ছাত্রীর খোঁজ পায়নি। সে রংপুর জেলার হারাগাছ খানশামা এলাকার হাফিজুল ইসলামের মেয়ে ও পঞ্চম শ্রেণির ছাত্রী।
[৫] স্থানীয়রা জানান, হাফিজা আক্তার কয়েক দিন আগে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি বাঘডোরা এলাকায় বড় ভাইয়ের শ্বশুর সামসুল হকের বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে তিস্তা নদীতে মাছ ধরতে যায় তার দুলাভাইয়ের বাবা সামসুল হক। হাফিজা আক্তার ও তার সামসুল হকের মেয়ে মাছ আনতে নদীর পাড়ে যায়।
[৬] নদী পার হওয়ার সময় পানির স্রোতে ভেসে যায় হাফিজা। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল কয়েক ঘণ্টা চেষ্টা করলেও হাফিজার খোঁজ পায়নি।লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ