নিজস্ব প্রতিবেদক : [২] গত ১৩ জুলাই সাবরিন সুলতানা রত্নার সঙ্গে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন টাইগার ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। করোনাকালে জীবনের নতুন ইনিংস শুরু করলেও এক মাস না হতেই ব্যক্তিগত ও পারিবারিক জীবনে দায়িত্ব বেড়ে গেছে তরুণ এই ব্যাটসম্যানের। আর দায়িত্ব বেড়ে যাওয়ার অভিজ্ঞতা নিয়েছেন সতীর্থ ক্রিকেটার লিটন কুমার দাস থেকে।
[৩] বছর খানিক হয়েছে দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সাথে জুটি বেঁধেছেন লিটন। এরপর থেকে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে দায়িত্ব বেড়ে গেছে তার। যা মাঠেও দেখিয়েছেন তিনি। এরপর গণমাধ্যমকেও বলেছিলেন এই ওপেনার ব্যাটসম্যান। আর তার সাক্ষাৎকার থেকে দায়িত্ব বেড়ে যাওয়া নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন শান্ত।
[৪] অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সারাবাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্ত বলেন, “এই পর্যন্ত যারা বিয়ে করেছেন তাদের দেখে মনে হচ্ছে আমার দায়িত্বটাও বেড়ে যাবে। কারণ কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে দেখেছিলাম লিটন ভাই (লিটন দাস) বলছিলেন তার দায়িত্ব আগের চাইতে বেড়েছে।
[৫] খেলার বাইরে এবং খেলার ভেতরে। তাদের অভিজ্ঞতা থেকেই আমি বলতে পারি অবশ্যই মাঠের ভেতরে এবং মাঠের বাইরে দায়িত্বটা বাড়বে। যদিও এখন আমি মাঠে যেতে পারিনি। তবে এটা ঠিক আগের চাইতে দায়িত্ব বেড়ে গেছে। এতটুকু এখন পর্যন্ত বুঝতে পেরেছি। তো মাঠে যাওয়ার পরে খেলার পরে মাঠের ব্যাপারটা বুঝতে পারব।”
[৬] এছাড়া ঈদের পর স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া নিয়ে ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন, “আপাতত এ ধরনের কোনো পরিকল্পনা নেই। কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তাছাড়া দেশের পরিস্থিতিও খারাপ। ঈদের দিন কোথাও যাওয়া হবে না। যেটা বললাম যে গরু নিয়ে সারাদিন কেটে যায়। ঈদের একদিন বা দু’দিন পরে কোথাও হয়তো বা ঘুরতে গেলাম। ইচ্ছা আছে এরকম দেখা যাক।”