স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের ওপেনার কিরণ নাভগিরে। শুক্রবারর ইন্ডিয়ান উইমেনস টি-টোয়েন্টি ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৩৪ বলেই ১০০ রানের মাইলফলকে পৌঁছান তিনি।
ঝোড়ো সেঞ্চুরিতে নাভগিরে ভাঙলেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের রেকর্ড। ২০২১ সালে নিউজিল্যান্ড ক্রিকেট উইমেনস টি-টোয়েন্টিতে ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন কিউই ব্যাটার। পাঞ্জাবের বিপক্ষে ৩৫ বলে ৭টি ছক্কা ও ১৪টি চারে ১০৬ রানে অপরাজিত থাকেন নাভগিরে। ১১১ রানের লক্ষ্য আট ওভারেই তাড়া করে মহারাষ্ট্র। ম্যাচ জিতল তারা ৯ উইকেটে।
৩১ বছর বয়সী নাভগিরের স্ট্রাইক রেট ৩০২.৮৬। একমাত্র নারী ক্রিকেটার হিসেবে ৩০০-এর ওপরে স্ট্রাইক রেটে সেঞ্চুরির রেকর্ডও গড়লেন তিনি।
যদিও আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ডিয়েন্ড্রা ডটিনের দখলে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ বলেই সেঞ্চুরি করেছিলেন তিনি।
নাাভগিরে ভারতের সবশেষ ম্যাচ খেলেছেন ২০২২ সালের অক্টোবরে- এশিয়া কাপে থাইল্যান্ডের বিপক্ষে। সব মিলিয়ে খেলেছেন ছয় টি-টোয়েন্টি।