শিরোনাম
◈ বাংলাদেশবিরোধী বিক্ষোভে কলকাতায় ‘রক্তাক্ত’ ময়ূখ রঞ্জন ◈ এবার ভিসা প্রক্রিয়া আরও সহজ করল চীন ◈ অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ ◈ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় বিধিমালার গেজেট প্রকাশ ◈ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব ◈ বর্জ্য পোড়ানোর ছবি পাঠান, মাসে সেরা ১০ জন পাবেন পুরস্কার ◈ হাইকমিশনের নিরাপত্তায় দিল্লির আশ্বাসের বাস্তব প্রতিফলন চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ নেতারা দিনে বক্তব্য দিয়ে রাতে আসামি ছাড়াতে তদবির করেন: ইসির সভায় রেঞ্জ ডিআইজি ◈ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা ◈ ভারত বাংলাদেশে নজর দিলে শক্ত হাতে জবাব দেবে পাকিস্তান

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ১১, আহত ১০

জেরিন আহমেদ: [২] শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর বাজারের কাছে চানপুর এলে তাদের প্রাইভেটকারটির সঙ্গে সিলেট থেকে কুমিল্লাগামী একটি দ্রুতগতির বাসের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একই পরিবারের ৫ জন মারা যান। নিহতরা হলেন: স্বপন কুমার দাস, তার স্ত্রী লাভলী রানী সরকার, আট বছরের জমজ সহোদর শৈবাল ও সাজন এবং প্রাইভেটকার চালক।

[৩] অন্যদিকে, ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জের নুনদহ ব্রীজ এলাকায় প্রাইভেটকার ও টাইলস বোঝাই কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৬ জন। নিহতরা হলেন: রংপুরের পীরগঞ্জের সাহেদ মিয়া (৪০), কাজল মিয়া (৩২) ও গঙ্গাচড়া উপজেলার শাকিল ইসলাম( ৫৬)। হতাহতরা সবাই টাইলস বোঝাই কাভার্ডভ্যানের যাত্রী। তারা সবাই ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

[৪] ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবলে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। ঈদের ছুটিতে গাজীপুর থেকে সুনামগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন তিন গার্মেন্টস শ্রমিক। শুক্রবার সকালে মহাসড়কের পুটিজুরী এলাকার আব্দানারায়ণ কালিবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

[৫] নিহত প্রাইভেটকারের যাত্রীরা হলেন: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর গ্রামের রুহেল মিয়ার স্ত্রী শাহিদা বেগম (৩৫), ফিরোজ মিয়ার মেয়ে মালেহা বেগম (৩৫) ও প্রাইভেটকার চালকের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত তিন গার্মেন্টস কর্মী আমিনুল ইসলাম, রুহুল মিয়া ও নাজমা বেগম বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়