আসিফুজ্জামান পৃথিল : [২] করোনাভাইরাসের বিরুদ্ধে মিত্যা তথ্য দেয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে টুইটার। কোম্পানিটি মঙ্গলবার জানিযেছে, এ ধরণের ফালতু কথা যেই বলবেন, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। সিএনএন
[৩] অবশ্য এই নিষেধাজ্ঞা সাময়িক। ট্রাম্প জুনিয়রের অ্যাকাউন্টের বেশিরভাগ ফিচার ১২ ঘণ্টা বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে তিনি কোনও টুইট করতে পারবেন না বলে টুউটারের মুখপাদ্র জানিযেছেন।
[৪] ডানপন্থী মিডিয়া আউটলেট বেরিবের্ট নিউজে সোমবার ট্রাম্প জুনিয়রের একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওতে ট্রাম্পের পুত্র বলেন, মাস্ক একটি অপ্রয়োজনীয় জিনিস। এটি পরে বেড়ানোর কোনও মানে হয় না।
[৫] অবম্য ভাইরাল হওয়া শুরু হতেই ভিডিওটি সরিয়ে নেয় টুইটার, ফেসবুক ও ইউটিউব। এমনকি এই ভিডিওর কিছু অংশ রিটুইট করেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।