ইব্রাহীম খলিল: [২] ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনায় নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে এসি ল্যান্ড ইকবাল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।
[৩] মঙ্গলবার দুপুরে স্বাস্থ্যবিধি না মেনে জনবহুল স্থানে ঘোরাঘুরি করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ৪ টি মামলায় ৬০ জন পথচারীকে ৪ হাজার পাঁচশত ৫০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও এসময় জনসাধারণের মাঝে প্রায় ৫০ টি মাস্ক বিতরণ করা হয়।
[৪] সলিমগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মামুন এ অভিযানে সহযোগিতা করেন।
[৫] সহকারী কমিশনার ভূমি ইকবাল হাসান সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন। সম্পাদনা: সাদেক আলী