নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সফল ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিজের সঙ্গে নিজেই চ্যালেঞ্জ নেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। অনুশীলনে বরাবরই অন্য সবার চেয়ে বেশি মনোযোগী তিনি। হোক জাতীয় দল কিংবা অন্য কোনো টুর্নামেন্টের খেলা, নেট প্র্যাকটিসে সবার আগে আসবেন মুশফিক আর বের হবেন সবার পরে।
[৩] আর তার এমন কঠোর পরিশ্রমের ফল পাচ্ছেন দেশ সেরা এই ব্যাটসম্যান। বর্তমানে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আর তাকে অনুসরণ করছেন অনেক তরুণ ক্রিকেটাররাও। যেমন মিরাজের পছন্দের ক্রিকেটার মুশফিক। তার ব্যাটিং দেখতে খুব ভালো লাগে এই অলরাউন্ডারের।
[৪] মুশফিকের সাথে অনেক জুটিও গড়েছেন মিরাজ। যার কারণে জাতীয় দলের অনেকে তাকে ছোট মুশফিক বলে ডাকে। সোমবার সাকিব’স ৭৫ এর লাইভ আড্ডায় মিরাজ বলেন, “ওনার ব্যাটিং আমার খুব ভালো লাগে। আমি মুশফিক ভাইকে অনেক ফলো করি। মুশফিক ভাইয়ের ব্যাটিং আমার অনেক ভালো লাগে।”
[৫] “জাতীয় দলের সবাই আমাকে ছোটা রহিম বলেও ডাকে। ব্যাপারটা আমার খুব ভালো লাগে। জাতীয় দলে আমার যত বড় বড় পার্টনারশীপ সব মুশফিক ভাইয়ের সাথেই। বিপিএলেও একটা জুটি আছে ১৭০ রানের, সেটাও মুশফিক ভাইয়ের সাথে।”– যোগ করেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার।