শিরোনাম
◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে স্বল্প আয়ু, ব্রিটেনে পেনশন খরচ সাশ্রয় ১০ হাজার কোটি পাউন্ড

রাশিদ রিয়াজ : [২] কোভিডে অনেক বয়স্ক ব্রিটিশ নাগরিকের মৃত্যুর কারণে দেশটির অর্থনীতিতে ১’শ বিলিয়ন পাউন্ড সাশ্রয় এনে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন কোভিড ভাইরাসে এক বছরে বয়স্ক ব্যক্তিরা প্রত্যাশার চেয়ে আগেই মারা যাওয়ায় পেনশন স্কিমগুলো পরিশোধ করতে হবে না। ডেইলি মেইল

[৩] এক্সপিএস পেনশন গ্রুপের গবেষণায় দেখা যাচ্ছে অবসর নেয়ার আগেই বয়স্ক ব্যক্তিরা কোভিডে মারা যাওয়ায় কম করে হলেও ৯০ বিলিয়ন পাউণ্ড বেঁচে যাচ্ছে। একই কারণে ইনস্যুরেন্সের প্রিমিয়াম দিতে হবে না বলে সাশ্রয় হবে আরো ৮ বিলিয়ন পাউন্ড।

[৪] অন্যদিকে আগেভাগে মারা যাওয়ায় ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে আগেই তাদের গ্রাহকদের দাবি পরিশোধে বাড়তি অর্থ পরিশোধ করতে হবে।

[৫] এক্সপিএস’এর ডেমোগ্রাফিক্স প্রধান স্টিভ লেকে জানান, চার মাস ধরে কোভিড মহামারী আমাদের নতুন ঝুঁকির মুখে ফেলে দিয়েছে তা হচ্ছে অর্থনৈতিক মন্দার পরিণতিগুলো মানুষের আয়ু আরো হ্রাস করতে পারে। অন্তত মানুষের আয়ু এক বছর হ্রাস পাচ্ছে।

[৬] ব্রিটেনের পেনশন এন্ড লাইফটাইম সেভিংস এ্যাসোসিয়েশনের প্রধান জো ডাব্রোওস্কি বলেন ২০০৮ সালের মহামন্দার পর বরং মানুষের আয়ু বাড়তে শুরু করেছিল। কিন্তু কোভিডে অর্থনৈতিক সংকটগুলো প্রায়ই বাড়তি কষ্ট ও হতাশার মাধ্যমে আমাদের প্রত্যাশাকে আঘাত করছে।

[৭] বিনিয়োগ প্রতিষ্ঠান এজে বেলের বিশ্লেষক টম সেলবি বলেন কোভিড ভ্যাকসিন কত দ্রুত আসতে পারবে তার ওপর সার্বিক পরিস্থিতির পরিবর্তন অনেকখানি নির্ভর করছে। কারণ কোভিড ইতিমধ্যে মানুষের গড় আয়ুতে প্রভাব ফেলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়