শিরোনাম
◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার ◈ নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং ◈ বন্দরকে না জানিয়েই উধাও মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ‘ক্যাপ্টেন নিকোলাস’ ◈ সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ ◈ আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হামলার হুমকি ◈ ত্রয়োদশ নির্বাচন: ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ ◈ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা ◈ ইরানে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা - হাসপাতালে 'লাশের স্তুপ', চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা  ◈ প‌্যারাগু‌য়ের কারাগারে আন‌ন্দেই কা‌টি‌য়ে‌ছেন, অভিজ্ঞতা বর্ণনা কর‌লেন ব্রা‌জি‌লিয়ান রোনালদিনহো ◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে স্বল্প আয়ু, ব্রিটেনে পেনশন খরচ সাশ্রয় ১০ হাজার কোটি পাউন্ড

রাশিদ রিয়াজ : [২] কোভিডে অনেক বয়স্ক ব্রিটিশ নাগরিকের মৃত্যুর কারণে দেশটির অর্থনীতিতে ১’শ বিলিয়ন পাউন্ড সাশ্রয় এনে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন কোভিড ভাইরাসে এক বছরে বয়স্ক ব্যক্তিরা প্রত্যাশার চেয়ে আগেই মারা যাওয়ায় পেনশন স্কিমগুলো পরিশোধ করতে হবে না। ডেইলি মেইল

[৩] এক্সপিএস পেনশন গ্রুপের গবেষণায় দেখা যাচ্ছে অবসর নেয়ার আগেই বয়স্ক ব্যক্তিরা কোভিডে মারা যাওয়ায় কম করে হলেও ৯০ বিলিয়ন পাউণ্ড বেঁচে যাচ্ছে। একই কারণে ইনস্যুরেন্সের প্রিমিয়াম দিতে হবে না বলে সাশ্রয় হবে আরো ৮ বিলিয়ন পাউন্ড।

[৪] অন্যদিকে আগেভাগে মারা যাওয়ায় ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে আগেই তাদের গ্রাহকদের দাবি পরিশোধে বাড়তি অর্থ পরিশোধ করতে হবে।

[৫] এক্সপিএস’এর ডেমোগ্রাফিক্স প্রধান স্টিভ লেকে জানান, চার মাস ধরে কোভিড মহামারী আমাদের নতুন ঝুঁকির মুখে ফেলে দিয়েছে তা হচ্ছে অর্থনৈতিক মন্দার পরিণতিগুলো মানুষের আয়ু আরো হ্রাস করতে পারে। অন্তত মানুষের আয়ু এক বছর হ্রাস পাচ্ছে।

[৬] ব্রিটেনের পেনশন এন্ড লাইফটাইম সেভিংস এ্যাসোসিয়েশনের প্রধান জো ডাব্রোওস্কি বলেন ২০০৮ সালের মহামন্দার পর বরং মানুষের আয়ু বাড়তে শুরু করেছিল। কিন্তু কোভিডে অর্থনৈতিক সংকটগুলো প্রায়ই বাড়তি কষ্ট ও হতাশার মাধ্যমে আমাদের প্রত্যাশাকে আঘাত করছে।

[৭] বিনিয়োগ প্রতিষ্ঠান এজে বেলের বিশ্লেষক টম সেলবি বলেন কোভিড ভ্যাকসিন কত দ্রুত আসতে পারবে তার ওপর সার্বিক পরিস্থিতির পরিবর্তন অনেকখানি নির্ভর করছে। কারণ কোভিড ইতিমধ্যে মানুষের গড় আয়ুতে প্রভাব ফেলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়