শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বল আনতে মেঘনায় ঝাঁপ, তীরে উঠে আসতে পারেনি কিশোর

গোলাম সারোয়ার: [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদী থেকে বল আনতে গিয়ে কবির হোসেন (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুহিলপুর গ্রামের মো. আব্দুস সালেহ এর ছেলে। বর্তমানে সে আশুগঞ্জ পুরাগুদামে বাসা নিয়ে থাকতো। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

[৩] আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে আশুগঞ্জে মেঘনা নদীর পাশে একটি মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল কবির হোসেন। খেলতে খেলতে একপর্যায়ে ক্রিকেট বল নদীতে পড়ে যায়। এ সময় কবির ঝাঁপ দিয়ে নদী থেকে বল আনতে গিয়ে আর উঠে আসতে পারেনি। এ সময় নদীতীরের লোকদের ডাকাডাকি করলেও কেউ এগিয়ে আসেনি। এর কিছুক্ষণের মধ্যেই পানিতে তলিয়ে যায় কবির।

[৪] খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও কবিরকে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিস ঢাকার ডুবুরি দলকে ফোন করে আশুগঞ্জে আসতে বলে। বিকেলে আশুগঞ্জে ওই ডুবুরি দলের পৌঁছানোর কথা রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কবিরের কোনো সন্ধান পাওয়া যায়নি।

[৫] ফায়ার সার্ভিসের ধারণা, নদীর প্রচণ্ড স্রোতের তোড়ে কবির ঘটনাস্থল থেকে অনেক দূরে চলে গেছে। কবিরের খোঁজ না পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চালানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়