শিরোনাম
◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বল আনতে মেঘনায় ঝাঁপ, তীরে উঠে আসতে পারেনি কিশোর

গোলাম সারোয়ার: [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদী থেকে বল আনতে গিয়ে কবির হোসেন (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুহিলপুর গ্রামের মো. আব্দুস সালেহ এর ছেলে। বর্তমানে সে আশুগঞ্জ পুরাগুদামে বাসা নিয়ে থাকতো। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

[৩] আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে আশুগঞ্জে মেঘনা নদীর পাশে একটি মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল কবির হোসেন। খেলতে খেলতে একপর্যায়ে ক্রিকেট বল নদীতে পড়ে যায়। এ সময় কবির ঝাঁপ দিয়ে নদী থেকে বল আনতে গিয়ে আর উঠে আসতে পারেনি। এ সময় নদীতীরের লোকদের ডাকাডাকি করলেও কেউ এগিয়ে আসেনি। এর কিছুক্ষণের মধ্যেই পানিতে তলিয়ে যায় কবির।

[৪] খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও কবিরকে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিস ঢাকার ডুবুরি দলকে ফোন করে আশুগঞ্জে আসতে বলে। বিকেলে আশুগঞ্জে ওই ডুবুরি দলের পৌঁছানোর কথা রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কবিরের কোনো সন্ধান পাওয়া যায়নি।

[৫] ফায়ার সার্ভিসের ধারণা, নদীর প্রচণ্ড স্রোতের তোড়ে কবির ঘটনাস্থল থেকে অনেক দূরে চলে গেছে। কবিরের খোঁজ না পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চালানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়