আদমদীঘি প্রতিনিধি: [২] আদমদীঘির সান্তাহার ফাঁড়ির পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭জন মাদক ব্যবসায়ী ও সেবনকারিকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের নিকট থেকে ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।
[৩] গ্রেপ্তারকৃতরা হলো সান্তাহার ডালপট্টির রতন হোসেন (২৭), পাথরকুটা গ্রামের শহিদ হোসেন (২৭), ইয়ার্ড কলোনীর শামীম হোসেন (৩৯), লকু পশ্চিম কলোনীর শ্রী খোকন ওরফে টোটন (২৫), কলসা হলুদঘরের মানিক হোসেন (২৮), ঢাকাপট্টি প্রবাসী পাড়ার মাহাবুব আলম (৪০) ঘোড়াঘাট এলাকার সাজ্জাদ হোসেন (২৬)। এ ব্যাপারে দুপুরে থানায় মামলা হয়েছে।
[৪] সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানান, চলমান মাদক বিরোধী অভিযানে গত শুক্রবার সকালে টিএসআই আব্দুল ওয়াদুদসহ সঙ্গীয় ফোর্স সান্তাহারের কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে ওইসব মাদককারবারিদের গ্রেপ্তার ও ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী