শিরোনাম
◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেভিড ওয়ার্নার ও স্মিথসহ ১৪ ক্রিকেটারকে আইপিএল খেলার ছাড়পত্র ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : [২] বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলার জন্য ছয় ক্রিকেটারকে অনাপত্তিপত্র দিতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট। নিউজিল্যান্ডের পরপরই দশ ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেবার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। একই পথে হাঁটলো ক্রিকেট অস্ট্রেলিয়াও। নিজেদের ১৪ জন খেলোয়াড়কে ছাড়পত্র ইস্যু করবে বলে নিশ্চিত করেছে।

[৩] শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যদি টুর্নামেন্টটি নিশ্চিত হয়ে যায়, তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সেই অনুযায়ী তার বিবেচনা করবে।

[৪] আইপিএলের এবারের আসরে অংশ নিতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ১৪ ক্রিকেটার। এরা হলেন- অ্যারন ফিঞ্চ (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), জশ ফিলিপ (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), ক্রিস লিন (মুম্বাই ইন্ডিয়ান্স), নাথান কটলার-নাইল (মুম্বাই ইন্ডিয়ান্স), জশ হ্যাজেলউড (চেন্নাই সুপার কিংস), শেন ওয়াটসন (চেন্নাই সুপার কিংস), অ্যালেক্স ক্যারি (দিল্লি ক্যাপিটালস), মার্কাস স্টইনিস (দিল্লি ক্যাপিটালস), গ্লেন ম্যাক্সওয়েল (কিংস ইলেভেন পাঞ্জাব), প্যাট কামিন্স (কলকাতা নাইট রাইডার্স), ক্রিস গ্রিন (কলকাতা নাইট রাইডার্স), স্টিভ স্মিথ (রাজস্থান রয়্যালস) এবং অ্যান্ড্রু টাই (রাজস্থান রয়্যালস)।

[৫] গেল ২৯ মার্চ আইপিএলের ১৩তম আসরটি শুরু হবার কথা থাকলেও করোনার প্রভাবে পিছিয়ে দেয়া হয় ১৫ এপ্রিলে। কিন্তু সে সময়ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সাময়িক স্থগিত করে রাখা হয়েছিল টুর্নামেন্টটি।

[৬] তবে সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাবার কারণে সম্ভাবনার দ্বার খুলে গেছে আইপিএলের। আইপিএল গভর্নিং কাউন্সিল ইতোমধ্যেই আরব আমিরাতে টুর্নামেন্টটি আয়োজনের বিষয়ে কার্যক্রম শুরু করে দিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গরাতে যাচ্ছে জনপ্রিয় এই টুর্নামেন্টটির চলতি বছরের আসরটি। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়