শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা বর্ষণে ফুলবাড়ীর নিম্নাঞ্চল প্লাবিত

অমর চাঁদ গুপ্ত: [২] টানা বৃষ্টিতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত শতাধিক পরিবার। বসতবাড়ীতে বন্যার পানি ঢুকে পড়ায় গত মঙ্গলবার রাত থেকে এসব পরিবারের লোকজন আশ্রয় নিয়েছেন স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ কলেজ ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে।

[৩] গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া বন্যার্তদের তাৎক্ষণিকভাবে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। বন্যার্তদের মাঝে চাল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।

[৪] উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় ¯’ায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর রাখছেন। করোনার মতোই ঐক্যবদ্ধভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের সার্বিকভাবে সহায়তা দেওয়া হবে।

[৫] বন্যার পানি নেমে গেলে বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয়ের দিকনিদের্শনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের কাজ শুরু করা হবে। ইতোমধ্যেই তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়