শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা বর্ষণে ফুলবাড়ীর নিম্নাঞ্চল প্লাবিত

অমর চাঁদ গুপ্ত: [২] টানা বৃষ্টিতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত শতাধিক পরিবার। বসতবাড়ীতে বন্যার পানি ঢুকে পড়ায় গত মঙ্গলবার রাত থেকে এসব পরিবারের লোকজন আশ্রয় নিয়েছেন স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ কলেজ ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে।

[৩] গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া বন্যার্তদের তাৎক্ষণিকভাবে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। বন্যার্তদের মাঝে চাল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।

[৪] উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় ¯’ায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর রাখছেন। করোনার মতোই ঐক্যবদ্ধভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের সার্বিকভাবে সহায়তা দেওয়া হবে।

[৫] বন্যার পানি নেমে গেলে বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয়ের দিকনিদের্শনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের কাজ শুরু করা হবে। ইতোমধ্যেই তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়