সুজন কৈরী : [২] রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের মালিক গ্রেপ্তার সাহেদ করিমের প্রতারণার অভিযোগ জানতে ও ভুক্তভোগীদের আইনি সহায়তা দিতে হটলাইন চালু করেছে র্যাব।
[৩] ভুক্তভোগীরা ০১৭৭৭৭২০২১১ নম্বরে ফোন করে অথবা rabhq.invest@gmail.com এই আইডিতে অভিযোগ বা সাহেদের বিষয়ে যেকোনো তথ্য জানাতে পারবেন বলে জানিয়েছে র্যাব।
[৪] বুধবার সকালে বোরকা পরিহিত অবস্থায় ছদ্মবেশে ভারতে পালানোর সময় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে সাহেদকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। ঢাকায় এনে তাকে নিয়ে অভিযান চালানো হয় উত্তরায় তার গোপন কার্যালয়ে। এ সময় এক লাথ ৪৬ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
[৫] গত ৬ই জুলাই নানা অভিযোগের ভিত্তিতে রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এরপর অভিযোগের সত্যতা মেলায় রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।