কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: [২] গাজীপুরের কালীগঞ্জে আইজিএ প্রজেক্টের (২য় পর্যায়ে) ড্রাইভিং ট্রেডে ৩০ জন নারী প্রশিক্ষণার্থীকে যাতায়াত বাবদ ভাতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের সহয়তায় পরিষদ চত্ত্বরে প্রতিজন নারীকে ৬ হাজার টাকা করে ভাতা প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
[৩] মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও মহিলা বিষয়ক অধিদপ্তর কালীগঞ্জ উপজেলা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবুবকর চৌধূরী।
[৪] এদিকে, উপজেলা প্রশাসনের সহায়তায় পরিষদ চত্ত্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ জন সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্যকে কিশোর-কিশোরী স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব সমন্বয়কারী হিসেবে ২ হাজার করে ৪ মাসের সম্মানী ভাতা প্রদান করা হয়।
[৫] অন্যদিকে, মেহের আফরোজ চুমকি এমপি প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জ উপজেলা কার্যালয়ের উদ্যোগে লেবু জাতীয় ফলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরের আওতায় ৬০ জন কৃষক-কৃষাণীর মাঝে প্রদর্শণী উপকর বিতরণ করেন। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে একটি ফলজ গাছ লাগিয়ে ১ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।