কূটনৈতিক প্রতিবেদক : [২] ষষ্ঠ আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষ্যে ভারতীয় সরকার তার মন্ত্রণালয় এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (আইসিসিআর) ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আয়োজন করে ‘মাই লাইফ মাই ইয়োগা’ শীর্ষক ভিডিও ব্লগিং প্রতিযোগীতা।
[৩] তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ১৮ বছরের নিচের ক্যাটাগরিতে প্রথম হয়েছেন আফিফা হুসাইন অর্পা এবং মানসিফ হেলালী, দ্বিতীয় হয়েছেন অপরাজিতা সাহা এবং প্রসেনজিৎ দে অর্ঘ্য ও তৃতীয় হয়েছেন জেরিস সুভা রুপন্তি এবং অরজিৎ সাহা।
[৪] ১৮ বছরের বেশি বয়স ক্যাটাগরিতে প্রথম হয়েছেন শাহনাজ বেগম ও সৌরভ মজুমদার, দ্বিতীয় হয়েছেন ঝুমা বিশ্বাস ও রোকনুজ্জামান, তৃতীয় হয়েছেন ফেরদৌস আরা জিনাত ও কেশব মৈত্র।
[৫] পেশাদার ইয়োগা বিভাগে প্রথম হয়েছেন রাবেয়া খাতুন অর্থি ও মাজহারুল আলম, দ্বিতীয় হয়েছেন চৌধুরী আবিদা সুলতানা ও আশীষ অধিকারী, তৃতীয় হয়েছেন মিখাং মারমা ও সান্তুনু বাপ্পা বিশ্বাস।
[৬] ভারতীয় হাইকমিশন জানায়, বিজয়ীদের খুব শিগগির সম্মানী হিসেবে নগদ অর্থমূল্য এবং সনদপত্র দেওয়া হবে। সম্পাদনা : রায়হান রাজীব