শিরোনাম
◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম ◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর তুলা উন্নয়ন বোর্ডে চুরির ঘটনায় একজন আটক, প্রায় আড়াই লাখ টাকা উদ্ধার

যশোর প্রতিনিধি: [২] জেলায় নতুন উপশহরস্থ তুলা উন্নয়ন বোর্ডে চুরির ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৩ জনকে আসামি করা হয়। পুলিশ চুরির সাথে জড়িত অভিযোগে শাহিন ওরফে শামিম (২৪) নামে একজনকে আটক করেছে। আটক শাহিন শহরের শংকরপুর বাসটার্মিনাল এলাকার রবিউল ইসলাম ওরফে বাবুল ওরফে রবির ছেলে।

[৩] চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সুলতানপুর গ্রামের মৃত শাজাহান মন্ডলের ছেলে বর্তমানে তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কুতুব উদ্দিন বাদি হয়ে ১৪ জুলাই মঙ্গলবার সকালে কোতয়ালি থানায় মামলা করেন।

[৪] মামলায় তিনি বলেছেন, সোমবার ১৩ জুলাই অফিসের কার্যক্রম শেষে বিকাল ৫ টায় অফিসের আলমারিতে বিভিন্ন কৃষকের নগদ ২ লাখ ৪৬ হাজার টাকা রেখে তালা বন্ধ করে অফিসের দরজায় তালা লাগিয়ে নিরাপত্তা প্রহরী আব্দুস সালামকে পাহারায় রেখে সকল কর্মকর্তাকর্মচারি নিজ নিজ বাসায় চলে যায়। আব্দুস সালামের বাড়ি শহরের বারান্দিপাড়া লিচুতলা এলাকায়। আমি পাশের ফ্লাটে অবস্থান করি।

[৫] ১৪ জুলাই রাত আনুমানিক ৩ টার সময় দ্বিতীয় তলার দক্ষিন পাশে অফিসের দরজা ভাঙ্গার শব্দ শোনা যায়। নিরাপত্তা প্রহরী আব্দুস সালাম দোতালায় গিয়ে দেখেন দক্ষিন পাশের অফিসের দরজা ভাঙ্গা। অফিসের মধ্যে একজন চোর রয়েছে। নিরাপত্তা প্রহরী কৌশলে দ্বিতীয় তলার দরজা বন্ধ করে দেয়। চোর অফিসের মধ্যে ছুটা ছুটি করার শব্দ শুনে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আমি নিরাপত্তা প্রহরি ও পুলিশ অফিসের দরজা খুলে শাহিন নামে এক চোরকে হাতে নাতে ধরা হয়। সে বাথ রুমের ভেন্টিলেট দিয়ে পালানোর চেষ্টা করে। এতে সে সামান্য আহত হয়। তাকে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা দেয়া হয়। ধৃত চোর শাহিনের কাছ থেকে এস আই লতিফ ২ লাখ ৪৬ হাজার টাকা উদ্ধার করে। টাকা গুলি একটি কমলা রঙের শপিং ব্যাগের মধ্যে ছিলো।

[৬] পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত শাহিন স্বীকার করে অজ্ঞাত নামা ৩ জন আসামির সহায়তায় অফিসের দ্বিতীয়তলার ছাদ দিয়ে ভিতরে ঢুকে আলমারি ভেঙ্গে টাকা চুরি করে। অন্য আসামিরা অফিসের ফাইল ক্যাবিনেট ও আলমারির ৫ টি চাবি চুরি করে নিয়ে পালিয়ে গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়