কামাল হোসেন: [২] নিহত শাহিন খান (৩৪) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ছিদ্দিক কাজীর পাড়া গ্রামের মৃত রহমান খানের ছেলে।
[৩] নিহত শাহিন খানের দুই স্ত্রী রয়েছে। তিনি স্থানীয় জামাল মোল্লার মেয়ের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন বলে সন্দেহ করে মেয়েটি পরিবার। এ নিয়ে ২৯ জুন রাতে শাহিন খানের সঙ্গে মেয়েটির পরিবারের বাকবিতন্ডা হয়। পরদিন রাতে বাড়ি থেকে ডেকে এনে রাস্তায় জামাল মোল্লা (৫৫) এবং তার দুই ছেলে আমানত মোল্লা (২০) ও শামিম মোল্লা (১৯) মারপিট করেন। তার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। ২ জুলাই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১০ জুলাই তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
[৪] শাহিন খানের মামা ছোবাহান মোল্লা বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, শাহিনের মরদেহ ঢাকায় ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সম্পাদনা: সিরাজুল ইসলাম