শিরোনাম
◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় নতুন শনাক্ত ৫২ জন, সুস্থ ৬০ জন

বগুড়া প্রতিনিধি: [২] বগুড়ার জেলা স্বাস্থ্য বিভাগ সোমবার সকাল ১১টায় নিশ্চিত করেছেন। গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের শরীরে কোভিড শনাক্ত হয়। সেই থেকে ১২ জুলাই পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২হাজার ৪৯৫টি। এর মধ্যে ১৯ হাজার ৯৯৬টির ফলাফল এসেছে।

[৩] বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বগুড়ায় গত ২৪ঘন্টায় ২৫৪টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এতে নতুন করে শনাক্ত হয়েছেন ৫২জন। এর মধ্যে পুরুষ ৩৭জন, নারী ১২জন, তিনজন শিশু। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২৭টি।

[৪] বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৬৬টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২৫টি। এ জেলায় কোভিড শনাক্তের সংখ্যা ৩ হাজার ৭৬৩জন।

[৫] নতুন শনাক্ত ৫২জনের মধ্যে বগুড়া সদরে ৩৪জন, ধুনটে পাঁচজন, শাজাহানপুর চারজন, কাহালুতে দুইজন, দুপচাঁচিয়ায় দুইজন, গাবতলীতে একজন, শেরপুরে একজন, শিবগঞ্জে একজন, সোনাতলায়,একজন ও সারিয়াকান্দিতে একজন রয়েছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, নতুন করে শনাক্ত ৫২ জনকে তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রেখে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা নিতে বলা হয়েছে। যদি কারও অবস্থা জটিল হয় তাহলে হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়