শিরোনাম
◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করে তোপের মুখে ড. ফাউচি

আসিফুজ্জামান পৃথিল : [২] যুক্তরাষ্ট্রে যখন করোনার সংক্রমণ বাড়ছে, তখন প্রকাশ্যেই সে দেশের প্রধান সংক্রামক রোগ বিশেষজ্ঞকে লক্ষ্যবস্তু বানাচ্ছে হোয়াইট হাইজ। এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, ‘হোয়াইট হাউজের বেশ কিছু কর্মকর্তা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে বেশ কয়েকবার ড. ফাউচি খুব আপত্তিকর কথা বলেছেন।’ সিএনএন

[৩] বেশ কয়েকবার গণমাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে একমত হননি ফাউচি। সেটিকে বিব্রতকর ব্যাপার বলে উল্লেখ করেছে হোয়াইট হাউজ। এতে প্রেসিডেন্টে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করেন তারা।

[৪] শুরুতে ড. ফাউচি নিজেও ভাইরাসটিকে গুরুত্বের সঙ্গে নেননি। তিনি মার্চের শুরুতেও বলেছেন, ‘চারিদিকে সবাই মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে, তা দেখতেও বিশ্রি লাগে।’ কিন্তু সময়ের সঙ্গে নিজের অবস্থান থেকে সরে এসেছেন ড. ফাউচি। তবে ট্রাম্প প্রায় আগের অবস্থানেই ছিলেন। বেশ কয়েকবার বিভ্রান্তিকর তথ্যও দিয়েছেন তিনি।

[৫] হোয়াট হাউজের একটি সূত্র বলছে, ফাউচি ও ট্রাম্প একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন। এমনকি বিশ্বের সেরা ্যাালার্জি চিকিৎসকের চেহারা পর্যন্ত দেখতে চাননা মার্কিন প্রেসিডেন্ট।

[৬] ৬ জন আলাদা আলাদা প্রেসিডেন্টর সঙ্গে বিভিন্ন মহামারী মোকাবেলায় কাজ করেছেন ফাউচি। এর আগে কখনও তাকে কোনও প্রেসিডেন্টের প্রকাশ্য সমালোচনা করতে দেখা যায়নি। সম্প্রতি এক স্বাক্ষাৎকারে ফাউচি বলেন, ‘যখন আপনি যুক্তরাষ্ট্রকে কোন দেশের সঙ্গে তুলনা করবেন, আপনি বলতে পারবেন না আমরা অসাধারণ করছি। প্রেসিডেন্ট বলেছেন, ৯৯ শতাংশ করোনা রোগীর কোনও ঝুঁকিতে নেই। আমি জানিনা এসব উনি কোথায় পান। তবে আমি বলবো, বিজ্ঞান বিষয়ে যার তার কথা না বলাই ভালো।’ সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়