শিরোনাম
◈ হাদির জানাজা শনিবার বিকাল আড়াইটায়, বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি ◈ ওসমান হাদির মরদেহ দেখার সুযোগ থাকবে না ◈ কারো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না: ইনকিলাব মঞ্চ ◈ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন ◈ কল‌ম্বিয়ায় ফুটবল ম্যাচে ভয়াবহ সহিংসতা, আহত ৫৯ ◈ সন্ত্রাসীর গু‌লি‌তে নিহত ওসমান হাদির জন‌্য বিসিবি-বাফুফের শোক ◈ সিসিইউতে বেগম জিয়া: বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছে, জানালেন ডা. জাহিদ ◈ দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ, যে নির্দেশনা দিলো ইনকিলাব মঞ্চ ◈ সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস সরকারের, দোষীদের সর্বোচ্চ শাস্তির ঘোষণা ◈ ছায়ানট ভবনে তাণ্ডব: কার্যক্রম বন্ধ ঘোষণা (ভিডিও)

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে খোঁজা হচ্ছে, আত্মসমর্পন না করলে তাকে গ্রেপ্তার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আনিস তপন : [৩] আসাদুজ্জামান খান এক প্রশ্নের জবাবে বলেন, সাহেদের দেশের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, বর্ডার যাতে ক্রস করতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে, শিগগিরই ধরা পরবে।

[৪] অন্য এক প্রশ্নের জবাবে ম্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহেদ কোথায় আছে সেটা সেই জানে। তার অপকর্মের বিষয়ে পুলিশ ও র‌্যাব তদন্ত করছে। প্রতিবেদন পেলে বোঝা যাবে তার অপরাধের মাত্রা কতটুকু। তবে তার কৃতকর্মের জন্য ইতোমধ্যে র‌্যাব কিছু ব্যবস্থা নিয়েছে।

[৫] উত্তরা থানা সবসময় সাহেদকে শেল্টার দিয়েছে এগুলো আপনারা আমলে নিচ্ছেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টি উদঘাটনের পর কেউ তাকে শেল্টার দেয়নি। নিরাপত্তা বাহিনী তার অপরাধ বের করেছে। তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

[৬] রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদেও প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

[৭] এক প্রশ্নের জবাবে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, সাহেদ গ্রেপ্তার না হওয়া পর্যন্ত চেষ্টা চলবে।

[৮] সভায় আইজিপি ড. বেনজীর আহমেদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়