শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে খোঁজা হচ্ছে, আত্মসমর্পন না করলে তাকে গ্রেপ্তার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আনিস তপন : [৩] আসাদুজ্জামান খান এক প্রশ্নের জবাবে বলেন, সাহেদের দেশের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, বর্ডার যাতে ক্রস করতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে, শিগগিরই ধরা পরবে।

[৪] অন্য এক প্রশ্নের জবাবে ম্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহেদ কোথায় আছে সেটা সেই জানে। তার অপকর্মের বিষয়ে পুলিশ ও র‌্যাব তদন্ত করছে। প্রতিবেদন পেলে বোঝা যাবে তার অপরাধের মাত্রা কতটুকু। তবে তার কৃতকর্মের জন্য ইতোমধ্যে র‌্যাব কিছু ব্যবস্থা নিয়েছে।

[৫] উত্তরা থানা সবসময় সাহেদকে শেল্টার দিয়েছে এগুলো আপনারা আমলে নিচ্ছেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টি উদঘাটনের পর কেউ তাকে শেল্টার দেয়নি। নিরাপত্তা বাহিনী তার অপরাধ বের করেছে। তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

[৬] রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদেও প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

[৭] এক প্রশ্নের জবাবে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, সাহেদ গ্রেপ্তার না হওয়া পর্যন্ত চেষ্টা চলবে।

[৮] সভায় আইজিপি ড. বেনজীর আহমেদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়