ইসমাঈল ইমু: [২] আইএসপিআর জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গত ৯ জুন থেকে ৯জুলাই পর্যন্ত সেনাবাহিনী নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় গর্ভবতী মায়েদের বিশেষ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।
[৩] এই এক মাসে ১৩ হাজার ৬৬৪ গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা প্রদান করা হয়েছে। এছাড়া কোভিড পরীক্ষার জন্য ৫৯ মায়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও ২৮৮৪ গর্ভবতী মায়ের মায়ের রক্ত বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ