ইমরুল শাহেদ : [২] দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন এন্ড্রু কিশোরের ছেলে সপ্তক। শুক্রবার আসার কথা থাকলেও একদিন আগেই চলে আসছেন।
[৩] অন্যদিকে মেয়ে সংজ্ঞা এখনো রওয়ানা করতে পারেননি। তার ফিরতে আরও ৪ দিন সময় লাগতে পারে!
[৪] ভাই বোন দুজনেই অস্ট্রেলিয়ায় থাকলেও দূরত্ব অনেক। দুই জনের ইউনিভার্সিটি দুই শহরে। একজন থাকেন সিডনিতে আরেজন থাকেন মেলবোর্নে। তাই একসঙ্গে যাত্রা শুরু করতে পারেননি তারা। বাধ্য হয়ে পৃথকভাবেই আসতে হচ্ছে।
[৫] রাজশাহী মেডিকেল কলেজের হিমঘরে রয়েছে এদেশের মেলোডি স¤্রাট এন্ড্রু কিশোরের মরদেহ। সন্তানরা শেষবারের মতো দেখবে প্রিয় বাবাকে, এরপর শিল্পীকে সমাহিত করা হবে মায়ের পাশে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব