শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০৩:৩৪ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-২০ ক্রিকেটে টিকবে না বাবর, ভেবেছিলেন আফ্রিদি!

স্পোর্টস ডেস্ক: [২] বাবর আজম টি-২০ ক্রিকেটে টিকতে পারবেন না বলে মনে করেছিলেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। সম্প্রতি জনপ্রিয় পাকিস্তানি ক্রীড়া উপস্থাপক জয়নাল আব্বাসকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন শহীদ আফ্রিদি।

[৩] “আমি ভেবেছিলাম বাবর টেস্ট এবং ওয়ানডেতে টিকে যাবে কিন্তু টি-২০ তে নয়। এটা ছিল আমার মতামত। কিন্তু যেভাবে এই ছেলে নিজেকে ঘষে- মেজে গ্রুম করেছে, যেভাবে শটস খেলেছে! এটা নির্ভর করে আপনি যেভাবে আপনার জন্য লক্ষ্য সেট করেন” জয়নাল আব্বাসকে বলেন এই সাবেক পাকিস্তানি অধিনায়ক।

[৪] আর নিজের জন্য সেট করা লক্ষ্যে পৌঁছাতে গেলে প্ররিশ্রম করতে হয়, বসে থেকে সেট করলেই হয় না বলে মন্তব্য করেন আফ্রিদি। তিনি আরো বলেন, “এটা সবসময়ই কঠোর পরিশ্রমের ব্যাপার। আমি শুধু চিন্তা করতে পারিনা যে, আমি এবি ডি ভিলিয়ার্স বা বিরাট কোহলির মত হতে চাই। যদি আপনি যথেষ্ঠ কঠোর পরিশ্রম না করেন তাহলে এটা কোনভাবেই সম্ভব হবে না। যেকোন লক্ষ্যে পৌঁছাতে গেলেই আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমও করতে হবে।”

[৫] বর্তমানে টি-২০ র‌্যাংকিংয়ে ১ নম্বরে থাকা বাবর আজম ৩৮ টি টি-২০ ম্যাচ খেলে রান করেছেন ১৪৭১। ৫০ গড়ে করা এই রান করতে গিয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ৯৭! ২১ বার বলকে উড়িয়ে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলার পাশাপাশি মাটি দিয়ে বলকে সীমানার বাইরে পাঠিয়েছেন ১৪৬ বার। ১২৮ এর বেশি টি-২০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিছুদিন আগেই পেয়েছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাদা বলের ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব।

[৬] টি-২০ ক্রিকেটে বাবরের পরিসংখ্যান দেখলেই বোঝা যায় শহীদ আফ্রিদির সেই মতকে খুব ভালভাবে ভুল প্রমাণ করেছেন।-ক্রিকেটফিন্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়