সোহেল রহমান: [২] ‘সেন্ট্রাল কো অর্ডিনেশন ইউনিট অব দ্যা প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল ইন্টারপ্রেনারশিপ প্রজেক্ট’ (সিসিইউ-প্রাইড) শীর্ষক প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। এটি বাস্তবায়নে ২৫ কোটি ৮ লাখ টাকা দেবে বিশ্বব্যাংক। প্রাথমিকভাবে চলতি সময় থেকে ডিসেম্বর ২০২৫ নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-এর বিশ্বব্যাংক উইং।
[৩] প্রকল্পের আওতায় একক ইউনিট হিসেবে বিশ্বব্যাংকের সঙ্গে সার্বিক কার্যক্রম পরিচালনা করা, আন্তর্জাতিক তৃতীয় পক্ষ হিসেবে স্বাধীন যাচাই ফার্মের মাধ্যমে বেজা ও হাইটেক পার্ক প্রকল্পের কার্যক্রম মনিটর করা হবে। প্রকল্পের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ, বাস্তবায়ন পরিবেশ, পরিদর্শন, কর্মশালা ও সেমিনার ইত্যাদি আয়োজন করা হবে। প্রকল্প উপদেষ্টা কমিটির সচিবালয় হিসেবে দায়িত্ব পালন, আন্তঃমন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করা হবে। প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকে অর্থ উত্তোলনের আবেদন প্রেরণ, অর্থ আহরণ, অর্থের ব্যবহার ও নিরীক্ষা কাজের সমন্বয় এবং বিশ্বব্যাংকে প্রকল্পের অগ্রগতি পাঠানো হবে।
[৪] শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পাশাপাশি ১২টি হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ২০৩০ সাল নাগাদ এসব হাইটেক পার্ক থেকে ১০০০ কোটি ডলারের সফটওয়্যার ও সেবা রফতানি করা সম্ভব হবে। ২০২০ সালের মধ্যে এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০০ কোটি ডলার। সম্পাদনা : রায়হান রাজীব