সিরাজুল ইসলাম : [২] দক্ষিণাঞ্চলীয় হিলমান্দ প্রদেশে সোমবার ওই হামলা হয়। বুধবার পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেননি। সরকার হামলার জন্য তালেবানদের দায়ী করছে। কিন্তু তালেবানরা সরকারি বাহিনীকেই দোষারোপ করছে। আরব নিউজ
[৩] হামলার পর তালেবানরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। এতে দেখা যায়, দাঁড়িওয়ালা এক লোক হামলায় প্রাণ হারানো দুজনকে দেখিয়ে বলছেন- নিহতদের একজন আমার ভাই, আরেকজন আমার ভাতিজা। এরা সবাই সরকারি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। তিনি আরও দাবি করেন, নিহতদের কেউই তালেবান সদস্য ছিলেন না।
[৪] ইতালি সরকার পরিচালিত একটি হাসপাতালে নিহতদের মরদেহ রাখা হয়েছে। এদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ হামলাকে নিরীহ মানুষের ওপর তালেবানদের নৃশংস হামলা বলে আখ্যায়িত করেছেন।