তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া: [২] মঙ্গলবার সকালে অভিযানে আটক মাদক ব্যবসায়ী হলেন, মো: নী নেওয়াজ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫)।
[৩] এসময় মাদক পাঁচারের কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়। ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী
[৪] অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার ডিডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে জেলার সরাইল কুট্টাপাড়া মোড়ে রাস্তার উপর থেকে একটি সিএনজি আটক করা হয়। এসময় তল্লাশী করে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী সোহেলকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ