দেবদুলাল মুন্না: [২] খবর সিএনএন ও এনগ্যাজেটের।বিদ্বেষমূলক তথ্য প্রচারের দায়ে উভয় প্লাটফর্ম থেকে তাকে গত সোমবার থেকে নিষিদ্ধ করা হয়েছে।
[৩] এক বিবৃতিতে টুইচের পক্ষ থেকে জানানো হয়, একটি চ্যানেল প্রেসিডেন্টের টুলসা র্যালি ব্রডকাস্ট করে এবং সম্প্রতি ২০১৬ সালের ক্যাম্পেইন রি-এয়ারিং করেছে, যা কোম্পানির নীতিমালার পরিপন্থী। ট্রাম্পের বক্তব্যে মেক্সিকান মাইগ্রান্টদের বিষয়ে বিদ্বেষমূলত মন্তব্যকে বিবেচনায় নিয়েছে টুইচ। টুইচ মনে করে বর্ণবাদী বিদ্বেষ ছড়ানো ভাল নয়।
[৪] একই দিনে ডোনাল্ড ট্রাম্পের ‘দ্য ডোনাল্ড’ ভিডিওটি নিষিদ্ধ করা হয়েছে। এটি সরাসরি ট্রাম্প প্রশাসন কর্তৃক পরিচালিত না হলেও এটি ট্রাম্প সমর্থকদের সবচেয়ে জনপ্রিয় ফোরাম। ফোরামটিতে ব্যবহারকারীরা বিদ্বেষমূলক কনটেন্ট প্রচার করছে, যার মাধ্যমে রেডিটের পলিসি ভঙ্গ হচ্ছে। রেডিট কর্তপক্ষ জানান, ট্রাম্প সমর্থকরা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এসব করছেন। কিন্তু রেডিট নির্বাচনী প্রচারণার ফ্ল্যাটফর্ম হতে চায় না।