শিরোনাম
◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা!

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের অধিনায়ক উইলিয়ামসনের উদ্বেগ

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে ইউনিসেফের সঙ্গে কাজ করছেন কিউই অধিনায়ক। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ইউনিসেফের এই দূত বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

[৩] নিউজিল্যান্ড করোনাভাইরাস থেকে প্রায় মুক্তই হয়ে গেছে। নিজের দেশের অবস্থা জানাতে গিয়ে উইলিয়ামসন বলেছেন, যদিও সামনে এখানে কঠিন চ্যালেঞ্জ থাকতে পারে। তারপরও বলবো নিউজিল্যান্ডের দুর্দান্ত অগ্রগতি হয়েছে। দুঃখের বিষয়, অনেক দেশ এখনও করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পায়নি। মহামারি চলাকালীন আমার বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে। তাদের কাছ থেকে আমি সে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে পারছি। -ক্রিকইনফো

[৪] কিউই অধিনায়ক বাংলাদেশের করোনা পরিস্থিতি তুলে ধরেন, সম্প্রতি জুম অ্যাপের মাধ্যমে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে আমার। ওখান থেকে আমি বুঝতে পারি, বাংলাদেশের পরিস্থিতি কতটা কঠিন অবস্থায় আছে।

[৫] বাংলাদেশের মতো জনবহুল একটি দেশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জনগণকে মরণব্যাধী এই ভাইরাসের কাছ থেকে দূরে রাখা খুবই কঠিন কাজ। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারন করেছে। এর প্রভাবে ক্রিকেটাঙ্গান স্থবির হয়ে আছে। ক্রিকেটাররা বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।

[৬] গত সপ্তাহের ওই আলাপের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকার পরামর্শ দেন তিনি, ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি বিভিন্ন দেশের যাওয়ার সুযোগ পেয়েছি। বিশ্বের নানা প্রান্তের মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। করোনা পরিস্থিতিতে আমি অনেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। তাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ করেছি। তাদের সর্তক থাকার পরামর্শও দিয়েছি। - বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়