শিরোনাম
◈ পা‌কিস্তা‌নের বিমান হামলায় আফগানিস্তানে  তিন ক্রিকেটারসহ নিহত ৮, নিন্দা আফগান ক্রিকেট বো‌র্ডের ◈ ইসরা‌য়ে‌লে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ, আমেরিকাই গাজা যুদ্ধের মূল স্থপতি: গ‌বেষণা ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ থে‌কে বাংলাদেশ অ‌নেক শ‌ক্তিশালী: কোচ ড‌্যা‌রেন স্যামি  ◈ ক্রিকে‌টে আগামী বছর থে‌কে চালু হচ্ছে টেস্ট-টোয়েন্টি ◈ ছি‌লেন বিমানচালক এখন জিম্বাবুয়ে দলে অলরাউন্ডার নাকভি ◈ চাইনিজ তাইপের কাছে হেরে গে‌লো বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ সই হলো জুলাই সনদ, সংশয় কি কাটলো? ◈ পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা-লুটপাট, ভিডিও ভাইরাল ◈ চট্টগ্রামে ৮ কারখানা বন্ধ ঘোষণা ◈ ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, এক সপ্তাহে ১৯ জনের মৃত্যু

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ২৯ জুন, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ১০টি জিনিস কিয়ামত এর পূর্বে আল্লাহর আদেশে জিবরাঈল (আঃ) দুনিয়া থেকে তুলে নিবেন

অনলাইন ডেস্ক: কিয়ামত এর পূর্বে হযরত জিবরাঈল (আ:) ২৪ হাজার বার দুনিয়াতে হুজুর (সা:) এর দরবারে এসেছিলেন এক সাক্ষাতে হুজুর (সা:) জিবরাঈল (আ:) কে জিঙ্গাসা করেছিলেন, হে জিবরাঈল! আমার ইন্তেকালের পরে তুমি কতবার দুনিয়াতে আসবে? তিনি বললেন, ১০ বার আসব এবং প্রতিবারই একটি করে জিনিস তুুলে নেব।

জিবরাঈল (আঃ) যে দশটি জিনিস তুলে নিবেন সেগুল হল—

১. বরকত তুলে নিবেন,

২. এবাদত থেকে মজা তুলে নিবেন,

৩. পরস্পর মহব্বত তুলে নিবেন

৫. হক বিচার তুলে নিবেন

৬. ছবর (ধৈর্য্য) তুলে নিবেন

৭. আলেম থেকে সত্য কথা তুলে নিবেন অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না,

৮. ধনীদের সৎ সাহস উঠিয়ে নিবেন

৯. ঈমানদার থাকবে না- ঈমান উঠে যাবে,

১০. ক্বারীদের কাছ থেকে কোরআনের তেলোয়াত তুলে নিবেন , অর্থাৎ কোরআনকে উঠিয়ে নিবেন।

আফসোস আমাদের সমাজে সর্বশেষ ৯ ও ১০ নাম্বারটি বাকী রয়েছে, যেদিন এদুটি উঠে যাবে সেদিনই হবে শেষ সময়। হে মানুষ তুমি ভয় কর সেদিনকে, ভুল পথ থেকে সরে দাড়াও সঠিক আলোয় জীবন গড়।আল্লাহ-পাক সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। শেয়ার করে আপনার টাইমলাইনে রেখেদিন।

সুত্র : বিডিপ্রেস এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়