শিরোনাম
◈ ‘নলকূপ বসাতে গেলেই বেরিয়ে আসছে গ্যাস’ ◈ রেসলার‌দের রিংয়ে বাস্তবে হামলা, নিষিদ্ধ ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ম্যাকইনটায়ার ◈ নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি ◈ নির্বাচনের বিষয়ে কথা বলতে আসিনি— রাজশাহীতে আসিফ নজরুল ◈ পাকিস্তান-বাংলাদেশের বাণিজ্যে নতুন অধ্যায়: করাচি-চট্টগ্রাম শিপিং সেবা চালু ◈ ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা: অভিযোগপত্রে যা বলেছে ডিবি ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিষয়ে এখন সবার একটি স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি : প্রেস সচিব  ◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ২৯ জুন, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ১০টি জিনিস কিয়ামত এর পূর্বে আল্লাহর আদেশে জিবরাঈল (আঃ) দুনিয়া থেকে তুলে নিবেন

অনলাইন ডেস্ক: কিয়ামত এর পূর্বে হযরত জিবরাঈল (আ:) ২৪ হাজার বার দুনিয়াতে হুজুর (সা:) এর দরবারে এসেছিলেন এক সাক্ষাতে হুজুর (সা:) জিবরাঈল (আ:) কে জিঙ্গাসা করেছিলেন, হে জিবরাঈল! আমার ইন্তেকালের পরে তুমি কতবার দুনিয়াতে আসবে? তিনি বললেন, ১০ বার আসব এবং প্রতিবারই একটি করে জিনিস তুুলে নেব।

জিবরাঈল (আঃ) যে দশটি জিনিস তুলে নিবেন সেগুল হল—

১. বরকত তুলে নিবেন,

২. এবাদত থেকে মজা তুলে নিবেন,

৩. পরস্পর মহব্বত তুলে নিবেন

৫. হক বিচার তুলে নিবেন

৬. ছবর (ধৈর্য্য) তুলে নিবেন

৭. আলেম থেকে সত্য কথা তুলে নিবেন অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না,

৮. ধনীদের সৎ সাহস উঠিয়ে নিবেন

৯. ঈমানদার থাকবে না- ঈমান উঠে যাবে,

১০. ক্বারীদের কাছ থেকে কোরআনের তেলোয়াত তুলে নিবেন , অর্থাৎ কোরআনকে উঠিয়ে নিবেন।

আফসোস আমাদের সমাজে সর্বশেষ ৯ ও ১০ নাম্বারটি বাকী রয়েছে, যেদিন এদুটি উঠে যাবে সেদিনই হবে শেষ সময়। হে মানুষ তুমি ভয় কর সেদিনকে, ভুল পথ থেকে সরে দাড়াও সঠিক আলোয় জীবন গড়।আল্লাহ-পাক সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। শেয়ার করে আপনার টাইমলাইনে রেখেদিন।

সুত্র : বিডিপ্রেস এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়