শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংবাদ সম্মেলনে পিসিবি নির্বাহী, পাকিস্তানে নয়, শ্রীলংকা অথবা আরব আমিরাত হবে এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক : [২] নির্ধারিত সময়েই এশিয়া কাপ ক্রিকেট হবে জানিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান। কোথায় হবে, সেটিও স্পষ্ট করেছেন তিনি। ওয়াসিম জানান, শ্রীলংকা বা সংযুক্ত আরব আমিরাতে হবে আগামী এশিয়া কাপ। তার এ বক্তব্যে স্পষ্ট হয়ে গেল, পাকিস্তানের মাটিতে আগামী এশিয়া কাপ হচ্ছে না। অথচ আগামী এশিয়া কাপের আয়োজক ছিলো পাকিস্তানই।

[৩] করাচিতে বুধবার এক সংবাদ সম্মেলনে ওয়াসিম বলেন, ‘এশিয়া কাপ যথা সময়েই হবে। আমরা সেপ্টেম্বর বা অক্টোবরে এশিয়া কাপ দেখতে পারি। ২ সেপ্টেম্বর ইংল্যান্ড থেকে ফিরবে পাকিস্তান ক্রিকেট দল। এরপরই এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

[৪] শ্রীলংকা কিংবা আরব আমিরাতে এশিয়া কাপ হবে জানিয়ে ওয়াসিম বলেন, ‘আমরা এশিয়া কাপ নিয়ে আশাবাদী। শ্রীলংকা বা আরব আমিরাতে হবে এশিয়া কাপ। শ্রীলংকায় করোনাভাইরাস খুব বেশি ছড়ায়নি। তবে শ্রীলংকা যদি না পারে, তাহলে আরব আমিরাত প্রস্তুত আছে। -ঢাকাটাইমস

[৫] এশিয়া কাপের পরপরই নির্ধারিত হয়ে আছে টি-২০ বিশ্বকাপের সূচি। ওই দুটি আসরের পাশাপাশি নিজেদের সূচি নিয়েও পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। ওয়াসিম বলেন, আমরা ডিসেম্বরে জিম্বাবুয়েকে ঘরের মাঠে স্বাগত জানাব। এরপর নিউজিল্যান্ড সফরে যাব। জানুয়ারি-ফেব্রুয়ারিতে টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে পাকিস্তানে আসবে দক্ষিণ আফ্রিকা। আর নভেম্বরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি পাঁচ ম্যাচের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে পিসিবির, বলে জানান ওয়াসিম। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়