শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাপুলকাণ্ডে ফেঁসে যাচ্ছেন বাংলাদেশ দূতাবাসের শীর্ষ দুই কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : [২] কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল কালাম আজাদ এমপি পাপুলের পক্ষে সাফাই গেয়ে চিঠি দেওয়ায় তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পরররাষ্ট্র মন্ত্রণালয়।

[৩] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ইতোমধ্যে নতুন রাষ্ট্রদূত ওখানে কে যাবেন সেটা নির্ধারণ করেছি। রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্তের আওতায় আনা হবে। দায়িত্বে না থাকলেও অভিযোগ তদন্ত করবে রাষ্ট্রীয় সংস্থাগুলো।

[৪] পপুলকাণ্ডে জড়িত অপর শীর্ষ কর্মকর্তা দূতালয় প্রধান আনিসুজ্জামান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাপুলের সঙ্গে অনৈতিক সম্পৃক্ততা থাকলে অবশ্যই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

[৫] আনিসুজ্জামান বলেন, এমপি পাপুলের সঙ্গে আমার বিশেষ কোনো সম্পর্ক নেই। তবে, অন্য প্রবাসীদের সঙ্গে যেমন সম্পর্ক থাকে তেমনই ছিলো। আর্থিক লেনদেনের বিষয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যমকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

[৬] সূত্র জানিয়েছে, বাংলাদেশ দূতাবাসের শীর্ষ পর্যায়ের দু'জন কর্মকর্তার ব্যক্তিগত একাউন্টের তথ্য তালাশ শুরু হয়েছে। কূটনৈতিক সুবিধাপ্রাপ্ত হওয়ায় গ্রেপ্তার না করে তাদের প্রত্যাহারে ঢাকাকে অনুরোধ করা হতে পারে।

[৭] পাপুলকাণ্ডে ইতোমধ্যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনশক্তি বিভাগের পদস্থ আরও এক কমকর্তা গ্রেপ্তার হয়েছেন। এছাড়া ৭ সিনিয়র কর্মকর্তা এবং ৩ সংস্থায় কর্মরত অন্তত ২১ জন ফেঁসে যাচ্ছেন বলে আরব নিউজ ও আরব টাইমস খবর প্রকাশ করেছে।

[৮] কুয়েতের আরবি দৈনিক আল কাবাসের প্রতিবেদন বলছে, ওই দুই কুয়েতি গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে তারা পালিয়ে বেড়াচ্ছেন। তাদেরকে চিহ্নিত করা হয়েছে চিঠি ও সিসিটিভি ফুটেজের সূত্র ধরে। দুজনের মধ্যে একজন পাপুলের থেকে প্রায় ২৭ কোটি ৬৪ লাখ টাকার চেক নিয়েছিলেন। আরেকজন ১৬ কোটি ৫৮ লাখ টাকা নিয়েছেন। এত বিপুল অর্থের লেনদেন হলেও কোনো চুক্তি ছিলোনা। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়