সুপন রায় : BSB Cambrian পরিচিত শিক্ষা প্রতিষ্টান | ঢাকা ও ঢাকার বাইরে তাদের ১৬ টি শাখা | স্টাফ ও শিক্ষক সবমিলিয়ে ১০০০ জনের মতো | করোনা দেখা দেবার পর, মার্চ মাস থেকে এ পর্যন্ত ২৬০ জনের মতো শিক্ষককে ছাঁটাই করা হয়েছে |
যাদের ছাঁটাই করা হয়নি অফিসিয়ালি, তাদের বেতন বন্ধ মার্চ মাস থেকে | বেতন না পেয়ে, খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা | টিকতে না পেরে অনেকে ঢাকা শহর ছেডে চলে গেছেন | গ্রামের বাড়ীতে আশরয় নিয়েছেন |
৪ মাসের বেতন না দিলেও শিক্ষকদের সাথে অত্যন্ত অমানবিক আচরন করে যাচছে BSB Cambrian top Management | অনেক শিক্ষক ব্যক্তিগত ভাবে আমাকে ফোন করে, তথ্য প্রমান দিয়ে তাদের বিরুদ্ধে চালানো অনায্য আচরনের নমুনা দিয়েছেন |
সব প্রমান, সব তথ্য হাতে নিয়েও কেবলমাত্র একটি প্রতিষটানের নাম, ইমেজ, ব্যবসা ও বিনিয়োগ এর কথা ভেবে গত ৩/৪ দিন চুপ থাকি | ফোন করি পরিচালককে | ফোন করি মোহামমদপুর শাখার Principal কে | তাদের কেউই ফোন গ্রহন করবার দরকার মনে করেননি |
মোহাম্মদপুরে যিনি Principal, তাঁর নাম লে. কর্নেল (অব:) আনিসুর রহমান | তিনি নিজে আসেন নি | কিন্তু শিক্ষকদের আসতে বাধ্য করছেন | গতকাল একবার শিক্ষকগন কষ্ট করে গেছেন | মনে রাখা দরকার, মোহাম্মদপুর করোনা আক্রান্ত রেড জোন | চরম ঝুঁকির মধ্যেও এ অবসহা |
শিক্ষা সচিব জনাব মাহবুব আলম অত্যন্ত স্বজন মানুষ | তিনি কল ব্যাক করে উলটো বিস্তারিত জানতে চান | বুঝতে পারি, সরকারের পরিষ্কার অবসহান |
BSB Cambrian তাদের শিক্ষকদের কলেজ ক্যামপাসে গিয়ে অনলাইন ক্লাস নেবার নোটিশ দিয়েছে | সাক্ষর করেছেন চেয়ারম্যান লায়ন বাশার নিজে | ৪ মাস ধরে বেতন না দিয়ে, অনাহারে বিপন্ন অবসহায় ঠেলে দিয়ে, পরিবহনের ব্যবস্হা না করে, যাতায়াত ভাডা না দিয়ে, করোনা কালে ঝুঁকির মধ্যে ৩/৪ বার বাস বদল করে দুর দুরান্ত থেকে শিক্ষকদের ক্লাসে টেনে আনতে বাধ্য করা কতোটা যৌক্তিক ?
অথচ, প্রতিটি স্কুলই অনলাইনে কার্যকরম চালাচছে| শিক্ষকগণ নিজ নিজ বাসা থেকে অনলাইনে Class নিচছেন | BSB Cambrian তাদের ক্যামপাসে যেতে বাধ্য করছে |
সবাসহ্য খাতের মতো শিক্ষা খাতও কী জবাবদিহিতার বাইরে থেকে যাবে ? মগের মুল্লুক হয়ে যাবে পুরো খাত ?
সংবাদ মাধ্যমও কী বিশেষ সম্পর্ক বা বিশেষ যোগাযোগের কারনে চুপচাপ মুখ বুঝে থাকবে ?
কারোর কী কিছুই বলার নেই ?