শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ থেকে সুস্থ হলেন র‌্যাবের ৬৭ সদস্য, ফুল দিয়ে বরণ

সুজন কৈরী : [২] কোভিড-১৯ এ সংক্রমিত সদস্যদের মধ্যে ওই ৬৭ জনর সুস্থ হয়ে আবারও কর্মস্থলে যোগ দিয়েছেন। মঙ্গলবার তাদের র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক সকলকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

[৩] র‌্যাব-৪ জানায়, বর্তমান সময়ে মহামারিরূপ ধারণকারী চলমান কোভিড-১৯ এর বিস্তার রোধ, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরন, ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে প্রচারনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট পেট্রোলিং পরিচালনার পাশাপাশি মানবিক সহযোগীতার জন্য প্রাণঘাতি ভাইরাস করোনার প্রার্দুভাব থেকেই মাঠ পর্যায়ে কাজ করছেন ব্যাটালিয়নের সদস্যরা। এসব কাজ করতে গিয়ে ব্যাটালিয়নের বেশ কিছু সদস্য কোভিড-১৯ এ সংক্রমিত হন। র‌্যাব-৪ এর অধিনায়কের দুরদর্শী দিক নির্দেশনা, তত্বাবধানে ও সার্বক্ষণিক আক্রান্তদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের নিবিড় তদারকি করেন।

[৪] মঙ্গলবার মসংক্রমিতদের মধ্য ৬৭ জন সদস্য সুস্থ হয়ে আবারও কর্মে যোগদান করায় র‌্যাব-৪ এর অধিনায়ক তাদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।

[৫] করোনা জয় করে কাজে যোগদান করে তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট পেট্রোলিং পরিচালনার পাশাপাশি দুস্থ ও অসহায়দের সাহায্য-সহযোগীতার হাত বাড়িয়ে নতুন উদ্যেমে ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে কাজ শুরু করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়