সুজন কৈরী : [২] কোভিড-১৯ এ সংক্রমিত সদস্যদের মধ্যে ওই ৬৭ জনর সুস্থ হয়ে আবারও কর্মস্থলে যোগ দিয়েছেন। মঙ্গলবার তাদের র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক সকলকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
[৩] র্যাব-৪ জানায়, বর্তমান সময়ে মহামারিরূপ ধারণকারী চলমান কোভিড-১৯ এর বিস্তার রোধ, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরন, ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে প্রচারনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট পেট্রোলিং পরিচালনার পাশাপাশি মানবিক সহযোগীতার জন্য প্রাণঘাতি ভাইরাস করোনার প্রার্দুভাব থেকেই মাঠ পর্যায়ে কাজ করছেন ব্যাটালিয়নের সদস্যরা। এসব কাজ করতে গিয়ে ব্যাটালিয়নের বেশ কিছু সদস্য কোভিড-১৯ এ সংক্রমিত হন। র্যাব-৪ এর অধিনায়কের দুরদর্শী দিক নির্দেশনা, তত্বাবধানে ও সার্বক্ষণিক আক্রান্তদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের নিবিড় তদারকি করেন।
[৪] মঙ্গলবার মসংক্রমিতদের মধ্য ৬৭ জন সদস্য সুস্থ হয়ে আবারও কর্মে যোগদান করায় র্যাব-৪ এর অধিনায়ক তাদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।
[৫] করোনা জয় করে কাজে যোগদান করে তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট পেট্রোলিং পরিচালনার পাশাপাশি দুস্থ ও অসহায়দের সাহায্য-সহযোগীতার হাত বাড়িয়ে নতুন উদ্যেমে ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে কাজ শুরু করছেন।