শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরো একজনের মৃত্যু

মোহাম্মদ সোহেল, নোয়াখালী : [২] নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ব্যক্তি ঘটনাস্থলেই আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন এবং একজন ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় পুড়ে গেছে ঘাটের কমপক্ষে ১৬টি দোকান।

[৩] সোমবার (২২ জুন) রাত সোয়া ১০টার দিকে চেয়ারম্যানঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

[৪] নিহত ব্যক্তিরা হলেন- আগুনের সূত্রপাত হওয়া দোকানের ব্যবস্থাপক মো. মহিবুল ইসলাম নিপু (৩৮), একই দোকানের কর্মচারী রহমত উল্যাহ (৩৫) ও খালেদ উদ্দিন (৪৫)। এর মধ্যে মহিবুল ইসলাম নিপু ও রহমত উল্যাহ ঘটনাস্থলেই জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। আর খালেদ উদ্দিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা গেছেন।

[৫] হাতিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, চেয়ারম্যানঘাটের একটি দোকানে জ্বালানি তেলসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করা হয়। ওই দোকানের ভেতরে সোমবার রাত ১০টার দিকে গ্যাস সিলিন্ডারে রান্না করা হচ্ছিল। তার পাশেই দোকানের এক কর্মচারী এক ক্রেতাকে জ্বালানি তেল মেপে দিচ্ছিলেন। এ সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে পুরো দোকানে আগুন ধরে যায়। দ্রুতই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সুবর্ণচর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

[৬] ওসি আবুল খায়ের আরও বলেন, আগুন নেভানোর পর ঘটনাস্থল থেকে দুই ব্যক্তির পুড়ে কঙ্কাল হয়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়। তা দেখে পরিচয় শনাক্ত করার উপায় ছিল না। তবে স্থানীয় লোকজন বলেছেন, একজনের নাম মহিবুল ইসলাম নিপু, অপরজন রহমত উল্যাহ। মহিবুল ইসলাম নিপু অগ্নিকান্ডের সূত্রপাত হওয়া দোকানের ব্যবস্থাপক ছিলেন। আর রহমত একই দোকানের কর্মচারী। এ ছাড়া দোকানের অপর কর্মচারী খালেদ উদ্দিন আগুনে গুরুতরভাবে দগ্ধ হন। তাকে উদ্ধার করে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

[৭] এলাকাবাসী সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় যে দোকানে, সেটির মালিক হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী। তবে তিনি নিজে এই ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন না।

[৮] বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক সাংসদ মোহাম্মদ আলী। তিনি বলেন, মহিবুল ইসলাম নিপু তার বিশ্বস্ত কর্মচারী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনিই ওই ব্যবসাপ্রতিষ্ঠানের দেখাশোনা করে আসছিলেন।সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়