মৌরী সিদ্দিকা : [২] বৈরুতে ইথিওপিয় কূটনৈতিক কার্যালয়ের সামনে চরম অনিশ্চয়তা নিয়ে অবস্থান করছে লেবাননের শতাধিক গৃহকর্মী। মহামারি এবং অর্থমন্দার কারণে লেবাননে ছাঁটাই করা হচ্ছে বহু গৃহকর্মীকে।
[৩] দেশটিতে লকডাউনের ফলে গত ছয় মাসে দেশটির মুদ্রার ৭০ শতাংশ পর্যন্ত দরপতন ঘটেছে। বর্তমান পরিস্থিতির শিকার লেবাননের বেশিরভাগ মধ্যবিত্ত পরিবার বলছে, তাদের পক্ষে গৃহকর্মীর ব্যয়ভার বহন করা সম্ভব নয়।
[৪] যাতায়াত বন্ধ থাকার কারণে এই মুহূর্তে দেশে ফিরতে পারছে না তারা। এদিকে এসব কর্মীদের নিয়ে উভয়সংকটে পড়েছে দূতাবাস কর্তৃপক্ষ। সূত্র : বিবিসি