শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় শ্যামনগরে ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে বিএনপির ত্রাণ বহরে হামলার অভিযোগ, আহত ১০

মো. আসাদুজ্জামান :[২] উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের একটি কালভার্টের নিকট এ হামলা চালানো হয়। এতে বিএনপির কমপক্ষে ১০ জন নেতাকর্মীরা আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে একটি প্রাইভেটকারসহ কয়েকটি মোটরসাইকেল।

[৩] আহতরা হলেন- উপজেলা যুবদলের সভাপতি আজিবর রহমান, সাবেক ছাত্র নেতা মাসুদ, ছাত্রদল কর্মী রাসেল, যুবনেতা আনিছ, মিঠু, জহিরুল, মোস্তফা মিন্টু, রবিউল, মামুন ও ছালাম।

[৪] সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড.সৈয়দ ইফতেখার আলী জানান, তার নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা রোববার সকালে শ্যামনগরে আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে যাওয়ার সময় ওই স্থানে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্য জগলুল হায়দারের ছেলে উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক রাজিব হায়দারের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারী এ সময় তাদের কমপক্ষে ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। একই সাথে ভাঙচুর করা হয় তাদের একটি প্রাইভেটকারসহ ৮/১০ টি মোটরসাইকেল।

[৫] তিনি আরো জানান, হামলাকারীরা তাদের ভয়ে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

[৬] তবে, সংসদ সদস্য জগলুল হায়দারের ছেলে উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক রাজিব হায়দার ঘটনা স্থলে ছিলেন না এবং বিষয়টি জানেন না বলে দাবি করে বলেন, পরে শুনেছি যে, যারা ত্রাণ দিতে যাচ্ছিল তাদের নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে।

[৭]  যেখানে সরকারের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো তা না করে সরকার দলীয় নেতৃবৃন্দেরা লুটপাটে ব্যস্ত। আমাদের দলের নেতৃবৃন্দেরা অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সেখানে হামলা করে ভাংচুর চালিয়ে যাচ্ছে এই শেষ কোথায়?

[৮] এর থেকে পরিত্রাণের নাগরিকদের এগিয়ে আসতে হবে তা না হলে স্বাভাবিক ভাবে বেঁচে থাকবার সম্ভাবনাও থাকবে না মহা-সচিব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন।গত ১৭ জুন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৮,৯,১০ নং ওর্য়াড সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়শা আক্তার দীনা ত্রাণ সামগ্রী বিতরণের সময়ে হামলা করে মারধর করেছে স্হানীয় আওয়ামী লীগের কাউন্সিলরের নেতৃত্বে তাদের কর্মী বাহিনী।

[৯] এরপর উল্টো মহিলা কাউন্সিলর আয়শা আক্তার দীনাসহ বিএনপি যুবদল ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের ২২ জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে। অনতিবিলম্বে তাদের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মহা-সচিব। সম্পাদনা: মুরাদ, জেরিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়