শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত ১৫ মন্ত্রী-এমপি

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের মুলতবী বাজেট অধিবেশন আগামী ২৩ জুন সকালে আবার বসবে। এদিকে, ইতোমধ্যে চলতি সংসদের ১৫ জন সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের প্রায় ১০০ কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। এরমধ্যে মন্ত্রী পরিষদের সদস্য রয়েছেন ৪ জন। মারা গেছেন ১ জন। তিনি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। কোভিড-১৯ সংত্রুমিত হওয়ায় খবরে আতংক বিরাজ করছে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্যদের মধ্যে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

[৩] অপরদিকে, সংসদ সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ ও আনসার শতাধিক সদস্যও কোভিড-১৯ শনাক্ত হন। তাদের অনেকে চিকিৎসাধীন আছেন। আবার এদের অনেকে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন বলে জানা গেছে।

[৪] মহামারি কোভিড-১৯ শনাক্ত সর্বশেষ হয়েছেন গতকাল শনিবার ২০ জুন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি তার মীরপুর বাসায় আইসেলেশনে রয়েছেন।

[৫] যে ৪ জন মন্ত্রী শনাক্ত হয়েছেন তারা হলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু , বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
তাদের মধ্যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মারা গেছেন। বাকী ৩ জন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালোর দিকে বলে জানা গেছে।

[৬] এদিকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম করোনা আক্রান্তের পর ব্রেন স্ট্রোক করে মারা যান। যদি মারা যাবার সময় তার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ ছিলো।

[৭] গত শুক্রবার সাবেক এলজিআরডিমন্ত্রী ও ফরিূপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কোভিড-১৯ শনাক্ত হন। বর্তমানে তিনি জাতীয় সংসদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমটির দায়িত্ব পালন করছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের শ্বশুর। তিনি গুলশানে তার বাসায় ডাক্তারের পরামর্শে চিকিৎসায় রয়েছেন।

[৮] এছাড়া সাবেক হুইপ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো শহিদুজ্জামান সরকার, রেল মন্ত্রণালয় বিষয়ক সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন সপরিবারে, জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, চট্টগ্রাম-১৬ আসনের এমপি মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী সপরিবারে, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, সাবেক চীফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের উপাধ্যক্ষ আবদুস শহীদ ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান করোনায় শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

[৯] এদিকে পরিবারের সদস্যদের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন, এমপি শেখ তন্ময়, যশোর-৩ আসনের আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ, রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলী ও টাঙ্গাইল-৬ আসনের আহসানুল ইসলাম টিটু আইসোলেশনে ছিলেন। গতকাল রাতে টিটু একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে অংশ নেন।
অপরদিকে, বাজেট অধিবেশনে প্রবীণ ও অসুস্থ সংসদ সদস্যরা অনুপস্থিত রয়েছেন।
বাজেট অধিবেশনে ১৫ জুন বিদায়ী অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয়। এরপর অধিবেশন মুকতবী করা হয় আগামী ২৩ জুন সকাল সাড়ে ১০ টা পর্যন্ত।

[১০] সংসদ সচিবালয়ের বাজেট অধিবেশন ক্যালেন্ডারে ১৬, ১৭ ও ১৮ জুন মূল বাজেট আলোচনার দিন নির্ধারিত ছিলো। তবে মূল বাজেট আলোচনায় না গিয়ে ২৩ জুন পর্যন্ত মুলতবী করা হয়।
ক্যালেন্ডার অনুযায়ী ২২, ২৩ ও ২৪ জুন দ্বিতীয় পর্বে মূল বাজেট আলোচনার দিন নির্ধারিত ছিলো। ২৯ জুন মূল বাজেট সমাপনী আলোচনা ও ৩০ জুন বাজেট পাস হবে।
জানা গেছে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে কার্যদিবস কমিয়ে আনা হয়েছে। পরিস্থিতি বুঝে সংক্ষিপ্ত হচ্ছে বাজেট কার্যদিবস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়