শিরোনাম

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসা সহায়ক সামগ্রী আনলো বিমান বাহিনী

ইসমাঈল ইমু : [২] বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমডোর কাজী সফিকুল হাসান এর উদ্যোগে সেখানকার কিছু বেসরকারী প্রতিষ্ঠান থেকে চিকিৎসা সহায়ক সামগ্রী বৃহস্পতিবার রাতে আনা হয়েছে।

[৩] বাংলাদেশ সশস্ত্র বাহিনী কোভিড-১৯ প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সরকারের নীতিমালা অনুসরন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থা জোরদারের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে সশস্ত্র বাহিনী। কোভিড শনাক্তকরণের প্রয়োজনীয় কীট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন এবং ব্যক্তিগত সুরক্ষাসহ (পিপিই) অন্যান্য চিকিৎসা সহায়ক সামগ্রী দক্ষিণ কোরিয়া থেকে দেশে আনা হয়।

[৪] করোনাভাইরাস মোকাবেলায় দক্ষিণ কোরিয়া সরকারের প্রসংশনীয় উদ্যোগ এবং বৈশি^ক প্রাদুর্ভাব রোধে বাংলাদেশসহ বিশে^র বিভিন্ন দেশে অকৃত্রিম সহায়তার জন্য দক্ষিণ কোরিয়া সরকার বন্ধুত্বের এক অপূর্ব নিদর্শন স্থাপন করেছে। ফলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়