শিরোনাম

প্রকাশিত : ০৩ মে, ২০২৪, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২৪, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫তম ওআইসি ইসলামিক শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন পররাষ্ট্র সচিব

খুররম জামান: [২] পররাষ্ট্র সচিব (সিনিয়র সেক্রেটারি), রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন গাম্বিয়ার বানজুলে ১৫তম ওআইসি ইসলামিক শীর্ষ সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠকের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন। বৃহস্পতিবার (২ মে) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
[৩] বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ শুক্রবার (৩ মে) প্রস্তুতিমূলক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

[৪] গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী "ফিলিস্তিন এবং আল-কুদস আশ-শরিফ ইস্যুতে খসড়া রেজোলিউশন, "খসড়া চূড়ান্ত ঘোষণা" এবং "বানজুল খসড়া ঘোষণা" চূড়ান্ত করার জন্য বৈঠকে সভাপতিত্ব করেন। 

[৫] সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসি-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. জাবেদ পাটোয়ারী,  নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এবং গাম্বিয়ায় বাংলাদেশের অনাবাসিক হাইকমিশনার,  মাসুদুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ওয়াহিদা আহমেদ, বৈঠকে উপস্থিত ছিলেন। ১৫তম ওআইসি ইসলামিক শীর্ষ সম্মেলন ৪-৫ মে গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়