শিরোনাম

প্রকাশিত : ০৩ মে, ২০২৪, ০১:৩১ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৪, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধরে নিয়ে যাওয়া ১২ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

হাবিব সোহেল, কক্সবাজার: [২] নাফনদীতে মাছ ধরতে গিয়ে উখিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে ১০ জন জেলে অপহৃত হয়েছিল। বাকি দুই জেলেকে অপহরণ করা হয় টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বাবিল সীমান্ত থেকে।

[৩] গতকাল বৃহস্পতিবার (২ মে) রাত ৮টার দিকে উখিয়ার বালুখালীর একটি সীমান্ত পয়েন্টে এসে তাদেরকে ছেড়ে দেয় আরাকান আর্মি। 

[৪] এর আগে, গত বুধবার (১ মে) সকাল ৮টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল সীমান্তে নাফনদী থেকে তাদেরকে ধরে নিয়ে যায় বিদ্রোহী গোষ্ঠীটি। 

[৫] বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।

[৬] ইউএনও তানভীর হোসেন বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশি জেলেদের ছেড়ে দেয়া হয়েছে। সীমান্তের এপার পৌঁছার পর জেলেদের বিজিবির হেফাজতে নেয়া হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়