শিরোনাম

প্রকাশিত : ০৩ মে, ২০২৪, ০৭:২৯ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৪, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পররাষ্ট্র সচিব ১৫তম ওআইসি ইসলামিক শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন 

খুররম জামান: [২] পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন গাম্বিয়ার বানজুলে ১৫তম ওআইসি ইসলামিক শীর্ষ সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠকের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন। বৃহস্পতিবার (২ মে) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

[৩] বাংলাদেশের  পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ শুক্রবার প্রস্তুতিমূলক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

[৪] গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন এবং আল-কুদস আশ-শরিফ ইস্যুতে খসড়া রেজোলিউশন, ‘খসড়া চূড়ান্ত ঘোষণা’ এবং ‘বানজুল খসড়া ঘোষণা’ চূড়ান্ত করার জন্য বৈঠকে সভাপতিত্ব করেন। 

[৫] সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসি-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. জাবেদ পাটোয়ারী,  নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এবং গাম্বিয়ায় বাংলাদেশের অনাবাসিক হাইকমিশনার, মাসুদুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ওয়াহিদা আহমেদ, বৈঠকে উপস্থিত ছিলেন।

[৬] ১৫তম ওআইসি ইসলামিক শীর্ষ সম্মেলন ৪-৫ মে গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত হবে। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়