আশরাফ চৌধুরী, সিলেট : [২] ‘আসমা তুমি ভয় পেয়ো না, আমি আছি তোমার পাশে।’ কোভিড-১৯ এ আক্রান্ত স্ত্রীর দরোজায় দাঁড়িয়ে এমন কথাই বলতেন, বদর উদ্দিন আহমদ কামরান।
[৩] জীবনে কখনো একা এক ঘরে থাকেনি। কোভিড-১৯ কামরান থেকে আলাদা করে দিলো আসমাকে। স্ত্রী কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় নিজেই যেনো খেই হারিয়ে ফেলেন। একা ঘরে স্ত্রী আসমা কামরান কেমন করে থাকবে- এ চিন্তায় অস্থির থাকতেন। এ কারণে প্রতি রাতেই জায়নামাজ নিয়ে স্ত্রী আসমার দুয়ারের সামনে ছুটে যেতেন। ডাক দিয়ে বলতেন- ‘আসমা তুমি ভয় পেয়ো না, আমি আছি তোমার পাশে’। এ কথা বলে, জায়নামাজে নামাজ পড়া শুরু করতেন। এরপর স্ত্রীর সুস্থতা কামনা করে অঝোরে কাদতেন। কামরানের মৃত্যুর পর আসমা কামরান এ কথা বলে বিলাপ করছিলেন। বার বার বলছিলেন- ‘এখন আমাকে দেখবে কে। আমার রোগে কাতর হয়ে তিনি নিজেই বিদায় হয়ে গেলেন। এ দুঃখ আমি কারে বলি।’
[৪] আসমা কামরানের এমন গগনবিদারী আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাসার পরিবেশ। বাসায় ছিলেন দুই ভাই। একজন বড় আরেক জন কামরানের ছোটো। ভাইয়ের মৃত্যুর সংবাদ পাওয়ার পর পরপই তারা অঝোরে কাঁদছিলেন। বলছিলেন- আমাদের পিতা অনেক আগেই মারা গেছেন কিন্তু আমরা কখনো বাবার অভাব অনুভব করেনি। সে ছোটো হয়েও আমাদের সন্তানের মতো আগলে রাখতো। সম্পাদনা : হ্যাপি