শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘আসমা ভয় পেয়ো না আমি পাশে আছি’

আশরাফ চৌধুরী, সিলেট : [২] ‘আসমা তুমি ভয় পেয়ো না, আমি আছি তোমার পাশে।’ কোভিড-১৯ এ আক্রান্ত স্ত্রীর দরোজায় দাঁড়িয়ে এমন কথাই বলতেন, বদর উদ্দিন আহমদ কামরান।

[৩] জীবনে কখনো একা এক ঘরে থাকেনি। কোভিড-১৯ কামরান থেকে আলাদা করে দিলো আসমাকে। স্ত্রী কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় নিজেই যেনো খেই হারিয়ে ফেলেন। একা ঘরে স্ত্রী আসমা কামরান কেমন করে থাকবে- এ চিন্তায় অস্থির থাকতেন। এ কারণে প্রতি রাতেই জায়নামাজ নিয়ে স্ত্রী আসমার দুয়ারের সামনে ছুটে যেতেন। ডাক দিয়ে বলতেন- ‘আসমা তুমি ভয় পেয়ো না, আমি আছি তোমার পাশে’। এ কথা বলে, জায়নামাজে নামাজ পড়া শুরু করতেন। এরপর স্ত্রীর সুস্থতা কামনা করে অঝোরে কাদতেন। কামরানের মৃত্যুর পর আসমা কামরান এ কথা বলে বিলাপ করছিলেন। বার বার বলছিলেন- ‘এখন আমাকে দেখবে কে। আমার রোগে কাতর হয়ে তিনি নিজেই বিদায় হয়ে গেলেন। এ দুঃখ আমি কারে বলি।’

[৪] আসমা কামরানের এমন গগনবিদারী আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাসার পরিবেশ। বাসায় ছিলেন দুই ভাই। একজন বড় আরেক জন কামরানের ছোটো। ভাইয়ের মৃত্যুর সংবাদ পাওয়ার পর পরপই তারা অঝোরে কাঁদছিলেন। বলছিলেন- আমাদের পিতা অনেক আগেই মারা গেছেন কিন্তু আমরা কখনো বাবার অভাব অনুভব করেনি। সে ছোটো হয়েও আমাদের সন্তানের মতো আগলে রাখতো। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়