শিরোনাম
◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ১২ জুন, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০০ উপজেলার সব দরিদ্র প্রবীণরা বয়স্ক ভাতা পাবে : অর্থমন্ত্রী

মো. আখতারুজ্জামান : [২] করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটি ঘোষণা, লকডাউন, শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় সাধারণ মানুষের আয় কমে দারিদ্র নিরাপত্তায় আমাদের অর্জন ঝুঁকির মুখে পড়েছে। এ অবস্থা থেকে উত্তোরণে সরকার চলতি অর্থবছরে দরিদ্র কর্মজীবি মানুষের কষ্ট লাঘবে ৫০ হাজার লাখ জনকে নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।

[৩] বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন।

[৪] অর্থমন্ত্রী বলেন, সর্বাধিক দারিদ্র্যপ্রবণ ১০০টি উপজেলার দরিদ্র প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতার আওতায় নিয়ে আসা হবে। এতে করে নতুন উপকারভোগী ৫ লাখ যোগ হবে। আর এ জন্য ৩০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে।

[৫] তিনি বলেন, আলোচিত উপজেলাগুলোর দারিদ্র দুরিকরণের জন্য অতিরিক্ত ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। উপজেলাগুলোর বিধবা ও স্বামী পরিত্যাক্তা নারীকে ভাতার আওতায় নিয়ে আসা হবে। এতে করে ৩ লাখ ৫০ হাজার জন নতুন উপকারভোগী যোগ হবে। আর এ জন্য ২১০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে।

[৬] মুস্তফা কামাল বলেন, নতুন করে ২ লাখ ৫৫ হাজার জন ভাতাভোগী প্রতিবন্ধীকে যোক্ত করে মোট ১৮ লাখ জন প্রতিবন্ধীকে ভাতার আওতায় নিয়ে আসা হবে। এর জন্য ২২৯ কোটি ৫০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ দেয়ার কথা বলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়