শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ১২ জুন, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০০ উপজেলার সব দরিদ্র প্রবীণরা বয়স্ক ভাতা পাবে : অর্থমন্ত্রী

মো. আখতারুজ্জামান : [২] করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটি ঘোষণা, লকডাউন, শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় সাধারণ মানুষের আয় কমে দারিদ্র নিরাপত্তায় আমাদের অর্জন ঝুঁকির মুখে পড়েছে। এ অবস্থা থেকে উত্তোরণে সরকার চলতি অর্থবছরে দরিদ্র কর্মজীবি মানুষের কষ্ট লাঘবে ৫০ হাজার লাখ জনকে নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।

[৩] বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন।

[৪] অর্থমন্ত্রী বলেন, সর্বাধিক দারিদ্র্যপ্রবণ ১০০টি উপজেলার দরিদ্র প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতার আওতায় নিয়ে আসা হবে। এতে করে নতুন উপকারভোগী ৫ লাখ যোগ হবে। আর এ জন্য ৩০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে।

[৫] তিনি বলেন, আলোচিত উপজেলাগুলোর দারিদ্র দুরিকরণের জন্য অতিরিক্ত ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। উপজেলাগুলোর বিধবা ও স্বামী পরিত্যাক্তা নারীকে ভাতার আওতায় নিয়ে আসা হবে। এতে করে ৩ লাখ ৫০ হাজার জন নতুন উপকারভোগী যোগ হবে। আর এ জন্য ২১০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে।

[৬] মুস্তফা কামাল বলেন, নতুন করে ২ লাখ ৫৫ হাজার জন ভাতাভোগী প্রতিবন্ধীকে যোক্ত করে মোট ১৮ লাখ জন প্রতিবন্ধীকে ভাতার আওতায় নিয়ে আসা হবে। এর জন্য ২২৯ কোটি ৫০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ দেয়ার কথা বলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়