আবুল বাশার নূরু:[২] নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রথা ভেঙ্গে এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়।
[৩] শুক্রবার এ তথ্য জানিয়ে সাংবাদিকদের আগামী ১২ জুন বিকাল ৩টায় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রণালয়। জুমের মাধ্যমে যুক্ত হতে সংবাদ সম্মেলনের আগে মিটিং আইডি ও পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হবে।
[৪] আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
[৫] প্রতিবার সাধারণত বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে এসে বাজেটের বিভিন্ন দিক ব্যাখ্যা করার পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দেন।
[৬] গত বাজেটের সময় অর্থমন্ত্রী অসুস্থ থাকায় ওই সংবাদ সম্মেলন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।