শিরোনাম
◈ মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত ◈ গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর গোয়ালন্দ ঘাটে দীর্ঘ দিন পর ট্রেন চলাচল শুরু

কামাল হোসেন : [২] মাহামারি করোনা ভাইরাসের প্রকোপ সারা বিশে^র ন্যায় বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে, সরকারী নির্দেশে করোনা সংক্রমণ রোধে ২৫ মার্চ থেকে সারা বাংলাদেশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। দীর্ঘ ৭০ দিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর ০৩ জুন বুধবার থেকে বাংলাদেশ রেলওয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী থেকে গোয়ালন্দ ঘাটে শুধু মাত্র আন্তঃ নগর মধুমতি এক্্রপ্রেস চলাচল শুরু।

[৩] ঢাকা থেকে আগত মঞ্জিরা বেগম জানান, বাসের চেয়ে ট্রেনের যাএা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় ট্রেনে করেই পোড়াদহ যাচ্ছি । গাজিপুর থেকে আগত রাজশাহী গামি আলিমুল জানান, আপদকালীন সময়ে দীর্ঘ যাএা পথে ঝুঁকি এড়াতে ট্রেন যাত্রা বেছে নিয়েছি।

[৪] গোয়ালন্দ ঘাট ষ্টেশনের সহকারী মাষ্টার জিল্লুর রহমান বলেন, দীর্ঘ দিন ট্রেন চলাচল বন্ধ থাকায় বাংলাদেশ রেলওয়ের অনেক লোকসান হবার পরেও যাত্রী ভাড়া বৃদ্ধি করা হয়নি। পাশাপাশি ট্রেনটিতে ৬৩৯ জন যাএীর আসন সংখ্যা থাকলেও সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনেই ৩২০ জন যাএী নিয়ে চলাচল করবে। তিনি আরো বলেন গোয়ালন্দ ঘাট ষ্টেশনে কারো শরীরে করোনা ভাইরাস উপসর্গ দেখা দিলে, তাদের জন্য প্রথম শ্রেনীর একটি বিশ্রামারগার কে অস্থায়ী কোয়ারেন্টাইন রুম নির্ধারন করা হয়েছে । এ ছাড়া প্লাটফ্েরর্ম যাএীদের হাত ধোয়ার জন্য সাবান ও পানি রাখা হয়েছে এবং যাএীদের সচেতনতার জন্য হ্যান্ড মাইক দিয়ে প্রচারণা চালানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়