রাশিদ রিয়াজ : [২] জর্জ ফ্লয়েডের ওপর পুলিশী নির্যাতনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে টানা বিক্ষোভের মধ্যে যখন প্রেসিডেন্ট ট্রাম্প সেনা নামাতে শুরু করেছেন, অন্যদিকে কোভিড দ্বিতীয়বার আঘাত হানতে পারে দেশটিতে এমন আশঙ্কার মধ্যে দিয়ে খবর এল অস্ত্র বিক্রি গত মে মাসে আরো বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটন টাইমস
[৩] ছোট অস্ত্র বিক্রি নিয়ে গবেষণা করে এমন একটি প্রতিষ্ঠানের প্রধান অর্থনীতিবিদ জারগেন ব্রাউয়ার বলেন গত মে মাসে ১৭ লাখ ছোট অস্ত্র বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রে যা গত বছরের মে মাসের তুলনায় ৮০ শতাংশ বেশি এবং তা অপ্রত্যাশীত।
[৪] সোমবার মনাটনা পাবলিক রেডিওকে অস্ত্র বিক্রেতা ও সেলওয়ে আর্মারি’র মালিক জেমস জিমেরম্যান বলেন, গত দুই মাসে দুই তৃতীয়াংশ ছোট অস্ত্র রেকর্ড পরিমান বিক্রি হয়েছে। কোভিডের কারণে ব্যাপক বেকারত্ব ও গত ২৫ মে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর প্রতিবাদ বিক্ষোভের পাশাপাশি লুটপাট বৃদ্ধি পাওয়ার সাথে এধরনের অস্তু বিক্রি বৃদ্ধি উদ্বেগজনক বলে মনে করেন তিনি।
[৫] জেমস বলেন মানুষ এখন নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েও অস্ত্র কিনছে। তাদের কাছে নাইন মিলিমিটার ছোট পিস্তলের চাহিদা সবচেয়ে বেশি। তাদের ধারণা এই দাঙ্গা হাঙ্গামার মধ্যে সরকার তাদের নিরাপত্তা দিতে পারবে না তাই নিজেকে নিজেই রক্ষা করতে অস্ত্র কিনছে তারা।
[৬] এমনকি হতাশাজনিত কারণে আত্মহননের কারণেও অনেকে অস্ত্র কিনছেন এমন তথ্য পাওয়া গেছে জন্স হপকিন্সের এক প্রতিবেদনে।