শিরোনাম
◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ নোয়াখালীর বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন ◈ ভোরে কেরানীগঞ্জে ১২ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাদির ওপর হামলার পর বিএনপি, জামায়াত ও এনসিপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে এসএসসি ফলাফলে জিপএতে এগিয়ে জিলা স্কুল

মাহবুবুর রহমান : [২] নোয়াখালীতে এসএসসি -২০ এর ফলাফলে প্রতিবারের মত এবারো এগিয়ে রয়েছে নোয়াখালী জিলা স্কুল এবং ২য় তালিকায় রয়েছে নোয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়।

[৩] জেলার বিভিন্ন স্কুলের ফলাফলে দেখা যায়, জপিএর ভিত্তিতে নোয়াখালী জিলা স্কুলে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩১২ জন শিক্ষার্থী এতে পাশ করেছে ৩১১ জন শিক্ষার্থী তার মধ্যে A+ পেয়েছে ১৮৭ শিক্ষার্থী এবার পাশের হার ৯৯.৬৮ % এদের মধ্যে ব্যবসাশিক্ষায় পাশ করেছে ৭১ জন,ফেল করেছে ১ জন জপিএ ১ জন। বিজ্ঞানে পাশ করেছে ২৪০, ফেল করেছে ১, জপিএ ১৮৬ জন।

[৪] অন্য দিকে ২য় স্থানে থাকা নোয়াখালী বালিকা বিদ্যালয় থেকে পরিক্ষায় অংশগ্রহণ করেছে ৩১৪ জন শিক্ষার্থী এর মধ্যে জিপিএ -5 পেয়েছে ১৩৯ জন আর পাশ করেছে ৩০৮ জন। পাশের হার ৯৮.০৯% এদের মধ্যে ব্যবসাশিক্ষায় পাশ করেছে ১১৭ ফেল করেছে ৪ জিপিএ পেয়েছে ২৫, বিজ্ঞানে পাশ করেছে ১৫৫ জন জিপিএ পেয়েছ ১১২, মানবিক পাশ করেছে ৩৬ জন ফেল করেছে ২ জন, জিপিএ পেয়েছে ১ জন।

[৫] ফলাফলের বিষয়ে নোয়াখালী জিলা স্কুল এর প্রধান শিক্ষক নুর উদদীন মো. জাহাঙ্গীর জানান, আমাদের এ ফলাফলের বিষয়ে আমরা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়